কলকাতা: অন্যান্য রাজ্যের চেয়ে অনেক কম করোনাভাইরাস ভ্যাকসিন পাচ্ছে বাংলা। জনসংখ্যার নিরিখে বাংলার দরকার প্রায় ১৪ কোটি টিকা কিন্তু সেই হিসাব মতো প্রতি মাসে টিকা পাওয়া যাচ্ছে না। এদিন নবান্ন থেকে ফের এই একই অভিযোগ করলেন মমতা। আরও জানালেন যে এই বিষয়ে ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীকে চিঠি দিয়েছেন তিনি, তবে উত্তর যে পাবেন না সেটা ইতিমধ্যেই বুঝে নিয়েছেন মুখ্যমন্ত্রী।
মমতার কথায়, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী দাবি করে বলছেন যে বাংলাকে ৭৫ লক্ষ টিকা দেওয়া হয়েছে কিন্তু আদতে সরকার পেয়েছে ২৫ লক্ষ টিকা। ঠিক মতো যাতে রাজ্যকে টিকা দেওয়া যায় সেই প্রেক্ষিতেই চিঠি লেখা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, মাসে কমপক্ষে ২ কোটি করে টিকা দিলে অন্তত ৬ মাস সময় লাগবে সকলকে টিকা দিতে। এরই মধ্যে আবার তৃতীয় ঢেউ আসার সম্ভাবনা প্রবল। তাই দ্রুত যাতে টিকা দেওয়া হয় বাংলাকে তার জন্য দাবি তুলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে দাবি করেছেন, বাংলা ১৪ কোটি টিকা দেওয়ার ক্ষমতা রাখে। তবে এর পাশাপাশি তিনি এও জানাচ্ছেন যে চিঠির উত্তর যদি নাও আসে তাহলেও তিনি পরপর চিঠি লিখে যাবেন।
আরও পড়ুন- উপনির্বাচনে জোর দিচ্ছে তৃণমূল, দিল্লিতে প্রতিনিধি দল
মমতা এদিন আরো জানান, আড়াই কোটি মানুষকে টিকা দেওয়া হয়েছে। প্রথম টিকা দেওয়া হয়েছে ১.৮ কোটি মানুষকে। দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৭০ লক্ষ মানুষকে। এছাড়া সুপারস্প্রেডার ৫১ লক্ষকে টিকা দেওয়া হয়েছে। কেন্দ্র ৩০ হাজার কোটি টাকা বাজেট বরাদ্দ করেছিল। কিন্তু বাংলা টিকা ঠিক মতো পাচ্ছে না। ২.১২ কোটি পেয়েছে আজ পর্যন্ত। রাজ্যে প্রতিদিন ১০ লক্ষ মানুষকে টিকা দিতে পারে বলেই দাবি তাঁর।