‘এটা বাংলার জয়’, বিজয় মিছিল না করার বার্তা মমতার

‘এটা বাংলার জয়’, বিজয় মিছিল না করার বার্তা মমতার

কলকাতা: সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে বাংলার বিধানসভা নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার আর মাত্র কিছুটা দূরে তৃণমূল কংগ্রেস। এদিকে নির্বাচনের সবচেয়ে বড় প্রেস্টিজ ফাইট, নন্দীগ্রামে জিতেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই প্রেক্ষিতে দলীয় কর্মীদের বার্তা দিতে গিয়ে তিনি প্রাধান্য দিলেন করোনাভাইরাস পরিস্থিতিকে।

এদিন হুইলচেয়ারে নয়, পায়ে হেঁটে বাড়ি থেকে বেরিয়ে দলীয় কর্মীদের বার্তা দিয়ে তিনি বললেন, আজ যে জয় হয়েছে সেটা বাংলার জয়, কিন্তু এই পরিস্থিতিতে কেউ যেন বিজয় মিছিল না করে। এই মুহূর্তে অবশ্য বেশি কিছু বলেননি তিনি। এরপরে সম্ভাবনা রয়েছে সাংবাদিকদের মুখোমুখি হওয়ার তখন হয়তো এই নির্বাচনের ফলাফল নিয়ে আরো অনেক কথা বলবেন নন্দীগ্রামের জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। কয়েকটি রাউন্ডের মমতা বন্দ্যোপাধ্যায়ের পিছিয়ে ছিলেন শুভেন্দু অধিকারীর থেকে। তবে নন্দীগ্রামের ভোট গণনা একেবারে যেন সাপ লুডো খেলার মত হচ্ছিল। কখনো কয়েকশো ভোটে এগিয়ে যাচ্ছেন মমতা, আবার কখনো কয়েক রাউন্ড এগিয়ে যাচ্ছেন শুভেন্দু। তবে অবশেষে জয়ের হাসি হাসলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো। একেবারে হাড্ডাহাড্ডি লড়াইয়ে হারালেন একসময়ের দলের সেনাপতি শুভেন্দু অধিকারীকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 − fifteen =