বামেদের স্লোগানের আদলে ‘উন্নততর তৃণমূল’ গড়ে তোলার বার্তা মমতার

বামেদের স্লোগানের আদলে ‘উন্নততর তৃণমূল’ গড়ে তোলার বার্তা মমতার

ec5aff0dd563957781f17f429d152938

কলকাতা: বামেদের স্লোগান ছিল ‘উন্নততর বামফ্রন্ট’। এই স্লোগানের আদলে আজ একুশে জুলাইয়ের মঞ্চ থেকে ‘উন্নততর তৃণমূল’ গঠনের ডাক দিলেন দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। দলের কর্মী এবং সমর্থকদের একদিকে যেমন দল আরো শক্তিশালী করার বার্তা দিলেন, ঠিক তেমনই নতুন এবং পুরনো সদস্যদের একসঙ্গে কাজ করার মনোবল জোগালেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

আজ তিনি বলেন, রাজ্য তথা দেশের উন্নয়ন তখনই সম্ভব যখন দলের ভাবমূর্তি উজ্জ্বল হবে। এর জন্য উন্নততর তৃণমূল কংগ্রেস তৈরি করতে হবে। মমতার কথায়, উন্নততর বাংলা তৈরি করা যেমন তাঁদের উদ্দেশ্য, তেমনই উন্নততর তৃণমূল তৈরি করতে হবে। তবেই উন্নততর দেশ তৈরি করার জন্য দলের আওয়াজকে সকলের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হবে। এর পাশাপাশি মমতা আরো বলেন, তৃণমূল কংগ্রেস দল মানুষের দল, মাটির দল। শুধু একা থাকবো আর কেউ থাকবে না এই মানসিকতা নিয়ে চললে হবে না। নতুনদের নিয়ে আসতে হবে না হলে আগামী দিনে দল চালাবে কে, প্রশ্ন করেন মমতা। একইসঙ্গে মহিলা কর্মীদের গুরুত্ব দেবার কথা বলেন তিনি কারণ তিনি মনে করিয়ে দেন বাংলার নির্বাচনে মহিলাদের গুরুত্ব কতটা ছিল। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *