তৃতীয় ঢেউ রুখতে কী ব্যবস্থা? মমতা-অভিজিৎ বৈঠকে আলোচনা

তৃতীয় ঢেউ রুখতে কী ব্যবস্থা? মমতা-অভিজিৎ বৈঠকে আলোচনা

কলকাতা: করোনাভাইরাস তৃতীয় ঢেউয়ের আশঙ্কা রয়েছে দেশে এবং তার থেকে বাদ নেই পশ্চিমবঙ্গ। ইতিমধ্যেই করোনাভাইরাস নিয়মবিধি কার্যকর রয়েছে বাংলায় যা বহাল থাকবে আগামী ১৫ অগাস্ট পর্যন্ত। এরই মধ্যে আজ নবান্নে নোবেল জয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃতীয় ঢেউ রুখতে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে বা কী পরিকল্পনা রয়েছে, তার একটা ইঙ্গিত মিলল আজ।

এদিন, সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিজিৎ বন্দ্যোপাধ্যায় জানান, তৃতীয় ঢেউ নিয়ে অযথা ভয় পেলে চলবে না, অসুস্থ বোধ করলেই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। মানুষকে সচেতন করতে হবে। তিনি রাজ্যের প্রসঙ্গ তুলে বলেন, রাজ্যে পর্যাপ্ত অক্সিজেনও রয়েছে, গ্রামে গ্রামে আশা কর্মী, চিকিৎসকরা রয়েছেন। তাই সচেতন হলেই এই আশঙ্কা থেকে রক্ষা পাওয়া সম্ভব। যদিও, ‘প্রতিশ্রুতিমতো টিকার পরিমাণ জোগাতে পারছে না কেন্দ্র। পর্যাপ্ত টিকা নেই দেশে।’ এমন মন্তব্য করতে শোনা যায় নোবেল জয়ী বাঙালিকে। অর্থাৎ তিনিও টিকা নিয়ে কেন্দ্রীয় সরকারের দিকেই আঙুল তুললেন। 

আরও পড়ুন- ফ্রন্টলাইন ওয়ার্কাররা ক্ষতিপূরণ পেল না কেন? রাজ্যকে ভর্ৎসনা হাইকোর্টের

টিকা ইস্যু নিয়ে এদিকন ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রীও। তিনি বলেন, গুজরাতে জনসংখ্যা বাংলার প্রায় অর্ধেক, অথচ ওরা বেশি টিকা পেয়েছে। সব রাজ্য টিকা পাক, কিন্তু যেন কোনও বৈষম্য না হয়। টিকা না থাকলে একসঙ্গে ১০ হাজার লোক এলে কী ভাবে টিকা দেব? প্রশ্ন তোলেন তিনি। উল্লেখ্য, কিছুদিন আগেই কেন্দ্রের এক তথ্যেই প্রকাশ পেয়েছিল যে, বাংলা অন্যান্য রাজ্যের মত টিকা পাচ্ছে না। তৃণমূল সরকার যে অভিযোগ করছিল তাই কার্যত প্রমাণিত হয়েছিল। আজ আবার সেই ইস্যুতেই মুখ খুললেন মমতা। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen − 13 =