কলকাতা: কয়েক সপ্তাহ আগেই নবান্নেই সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইঙ্গিত দিয়ে বলেছিলেন যে, পুজোর পরে রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠান খোলার কথা ভাবছে সরকার। পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নেওয়া হবে। এদিকে, আজ নবান্নেই সাংবাদিকদের তিনি জানান যে, করোনা ভাইরাস তৃতীয় ঢেউ যদি ভয়ঙ্কর না হয় তাহলে পুজোর ছুটির পর খুলবে স্কুল। কার্যত ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন- ঘাটতি মেটাতে বাজার থেকে ভ্যাকসিন সিরিঞ্জ কিনল কলকাতা পুরসভা
এদিন মমতা বন্দ্যোপাধ্যায় জানান, এখন রাজ্যের করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তবে পুজোর পরেই স্কুল খোলার কথা ভাবা হচ্ছে। তখন যদি পরিস্থিতি ঠিক থাকে এবং তৃতীয় ঢেউ ভয়াবহ আকার না নেয়, তাহলে স্কুল খোলার সিদ্ধান্ত নেওয়া হবে। দুর্গা পুজোর পর স্যানিটাইজেশন করে স্কুল খুলবে বলেও জানান মুখ্যমন্ত্রী। তবে এটি কতটা সম্ভব হবে তা এখন থেকেই বলা যাচ্ছে না, কারণ পুজোর মাসেই করোনা তৃতীয় ঢেউ সবচেয়ে ভয়ঙ্কর হবে বলেও ইঙ্গিত মিলেছে কেন্দ্রীয় সরকারি রিপোর্টে। জানান হয়েছে, তৃতীয় ঢেউ ইতিমধ্যেই ঢুকে পড়েছে দেশে এবং অক্টোবর মাসেই সর্বাত্মক সংক্রমণ বৃদ্ধি ঘটবে! একই সঙ্গে দাবি করা হয়েছে যে শিশুরা সবথেকে বেশি আক্রান্ত হবে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে তৈরি হওয়া জাতীয় বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষের গঠিত একটি কমিটির রিপোর্ট বলছে, করোনাভাইরাস তৃতীয় ঢেউয়ে একদিকে যেমন প্রাপ্তবয়স্করা আক্রান্ত হবেন ঠিক তেমনি শিশুদের মধ্যেও সংক্রমণ ছড়িয়ে পড়বে প্রবলভাবে। তবে সব থেকে বেশি চিন্তা থেকে যাচ্ছে সেই সব শিশুদের নিয়ে যাদের কোমর্বিডিটি রয়েছে। এই সমস্ত শিশুদের দ্রুত টিকাকরণ যাতে হয়ে যায় তার দিকে নজর দিতে বলা হচ্ছে। একই সঙ্গে দাবি করা হচ্ছে, আগামী অক্টোবর মাসে করোনাভাইরাস তৃতীয় ঢেউ সবচেয়ে বেশি সংক্রমণ ঘটাবে। দৈনিক আক্রান্তের সংখ্যা ৫ থেকে ৬ লক্ষ হতে পারে বলেও আশঙ্কা।