আলিপুর: পাথর প্রতিমায় সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান মঞ্চ থেকে জনতার পাছুঁয়ে সাগরে ভাষণ শুরু করে চমক দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ মঞ্চ থেকে দাঁড়িয়ে বুলবুল ঝড়ে ক্ষতিগ্রস্থদের পাশে কীভাবে রাজ্য সরকার দাঁড়িয়েছে তার খতিয়ান তুলে ধরেন৷ একই সঙ্গে জানিয়ে দেন, কেন্দ্র টাকা না দিলেও ভিক্ষা করবেন না তিনি৷ রাজ্যই সব কিছু করে দেবে বলেও জনতাকে আশ্বাস মমতার৷
জানান, বুলবুলে ব্যাপক ক্ষতি হয়েছে৷ কেন্দ্র একটা টাকাও সাহায্য করেনি৷ জেলা প্রশাসন তৎপরতার সঙ্গে কাজ করেছে৷ ধনের ক্ষতি হয়েছে৷ পুকুর রাস্তাঘাটের প্রভূত ক্ষতি হয়েছে৷ এই জেলাতেই ক্ষতিগ্রস্ত হয়েছেন ২০ লক্ষ মানুষ৷ কিন্তু, কেন্দ্র সরকার একটি টাকা অনুদান পাঠায়নি৷ চাষীর ক্ষতি হয়েছে৷ বুলবুলের সময় আমরা সারারাত জেগে ছিলাম৷ বুলবুলের পর এসব দেখে গিয়েছি৷ জেলা প্রশাসন তৎপর কাজ করেছে৷ সময় মত মানুষকে না সরাতে পারলে বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারতো৷ বুলবুল ঝড়ের পর ভালো কাজ করেছে প্রশাসন৷ ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়িয়েছে সরকার৷ একইসঙ্গে কৃষকদের উদ্দেশ্যও বার্তা দেন মমতা৷ জানান, কোন দালালের খপ্পরে পড়বেন না৷ সরাসরি সরকারকে ধান বিক্রিরও নির্দেশ দেন মুখ্যমন্ত্রী৷
এদিন মুখ্যমন্ত্রী বলেন, পঞ্চাশ হাজার কোটি টাকা যদি রাজ্য সরকারের দেনা মেটাতে না হতো, তাহলে আরও অনেক উন্নয়ন করা যেত৷ আমরাই সব করে দেব৷ কেন্দ্র থেকে আমরা একটা টাকা লাগবে না৷ ওদের কাছে আমরা ভিক্ষা করব না৷ আমরা নিজেরাই সব করে দেব৷