‘ঝড়ে চিল উড়ছে, আগামী দিন আমার কাছে বাসা খুঁজবে’! ইঙ্গিত মুখ্যমন্ত্রীর

দাবি করলেন, বাংলা কারুর কাছে যায় না, বাংলার কাছে সবাইকে আসতে হয়।

 

কলকাতা: সরকারি কর্মচারীদের সঙ্গে এদিন নবান্নে বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ডিএ, শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে আলোচনা এবং একাধিক ঘোষণা হলেও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভাষণ সম্পর্কে খুব একটা কেউ আলোকপাত করেনি। কিন্তু এক সাংবাদিক এই নিয়ে প্রশ্ন করায় পরোক্ষে বিজেপিকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নাম না করে কেন্দ্রীয় সরকারের রাজনৈতিক উস্কানির কথা মনে করিয়ে দিলেন। একইসঙ্গে দাবি করলেন, বাংলা কারুর কাছে যায় না, বাংলার কাছে সবাইকে আসতে হয়।

এদিন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ভাষণ প্রসঙ্গে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, যারা আজকে বাংলাকে এভাবে অসম্মান এবং অপমান করেছে রাজনৈতিক কারণে তাদের একদিন এই বাংলার মাটিতেই এসে পড়তে হবে। বাংলাকে সম্মান, সালাম জানাতে হবে। মুখ্যমন্ত্রীর কথায়, ‘ঝড়ে চিল উড়ছে দেখে যান, আগামী দিনে চিল বাসা খুঁজবে আমার কাছেই। তবে সেই বাসা চিল বা ময়না, যারই হোক, সর্বধর্ম সমন্বয়ে তাদের নিয়ে চলার ক্ষমতা আমাদের আছে!’ এই মন্তব্য করে তিনি পরোক্ষে বিজেপিকে আক্রমণ করেছেন তাতে কোন সন্দেহ নেই। হয়তো বলতে চেয়েছেন, রাজনৈতিক ষড়যন্ত্র এবং উস্কানি দিয়ে এমন কিছু ঘটনা ঘটানো হয়েছে যার জন্য হয়তো অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠান স্থগিত হয়ে গেছে।

উল্লেখ্য, দেশের প্রথম মহিলা মুখ্য়মন্ত্রী হিসেবে ওই বিতর্কসভায় বক্তব্য রাখার সুযোগ হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। অনিবার্য কারণে শেষবেলায় ওই অনুষ্ঠান বাতিল করে দেওয়া হয়। মুখ্যমন্ত্রীর সচিবালয় সূত্রে খবর ছিল, করোনা সংক্রমণের কারণে ভার্চুয়ালি এই বিতর্ক সভায় যোগ দেবেন মুখ্যমন্ত্রী। ‘কন্যাশ্রী’, ‘রূপশ্রী’, ‘কৃষক বন্ধু’, ‘দুয়ারে বাংলা’র মতো রাজ্য সরকারের একাধিক প্রকল্প অক্সফোর্ডের পড়ুয়াদের সামনে তুলে ধরার কথা ছিল তাঁর। অক্সফোর্ড ইউনিয়নের এই বিতর্কসভায় যোগ দেওয়ার জন্য গত জুলাইয়ে আমন্ত্রণ এসেছিল মুখ্যমন্ত্রী মমতার কাছে। ২ ডিসেম্বর, অর্থাৎ গতকাল ভারতীয় সময় বিকেল ৫টা নাগাদ ভার্চুয়ালি বিতর্কসভায় অংশ নেওয়ার কথা ছিল তৃণমূল কংগ্রেস সুপ্রিমোর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × two =