কলকাতা: বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে তৃণমূল প্রার্থী হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর কাছে হেরেছিলেন তিনি। যদিও সেই নির্বাচনের ফলাফল নিয়ে বিস্তর বিতর্ক রয়েছে যা এখন আদালতের বিচারাধীন। তবে এখন ভবানীপুরে উপনির্বাচন হচ্ছে আর এখানে প্রার্থী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু নন্দীগ্রাম নির্বাচনে যে তিনি জিতেছেন তা এখনও তাঁর কথায় পরিষ্কার। এদিন প্রচারের ফাঁকে জনসভা করে নন্দীগ্রাম সম্পর্কে ব্যাখ্যা করলেন তিনি।
আরও পড়ুন- মেডিক্যাল অফিসার পদে নিয়োগ
এদিন মমতা বললেন, ঝুঁকি নিয়ে তিনি নন্দীগ্রামে গিয়েছিলেন কিন্তু এটা বুঝতে পারেননি যে কেন্দ্রীয় এজেন্সি থেকে শুরু করে, ভোটের মেশিন থেকে শুরু করে, বন্দুক থেকে শুরু করে সবকিছু এই ভাবে ব্যবহার করা যায়। মমতা এও বলেন, নির্বাচনের পর সঙ্গে সঙ্গে উপনির্বাচনের দাবি করা হয়েছিল কিন্তু শোনা হয়নি। এমনকি ভিভিপ্যাট ঠিকভাবে গুনতে দেওয়া হয়নি বলেও অভিযোগ করেছেন তিনি। তাঁর কথায়, কোথাও দেখা গেছে যে, ৫০০ জন ভোটার রয়েছে কিন্তু ভোট পড়েছে ১,০০০! সেখানে নানা রকম কীর্তি এবং কেলেঙ্কারি হয়েছে বলে কটাক্ষ করেছেন মমতা। যদিও বিষয়টি এখন আদালতের বিচারাধীন আছে বলে এই ব্যাপারে আর কিছু বলতে চাননি ভবানীপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী।
আরও পড়ুন- ডেঙ্গু-ম্যালেরিয়া নিয়ে সতর্ক প্রশাসন, বেশকিছু পদক্ষেপের নির্দেশ
এর আগেও ভবানীপুরের প্রচারে বেরিয়ে নন্দীগ্রাম সম্পর্কে মুখ খুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেছিলেন, সেখানে তাঁর বিরুদ্ধে কী কী করা হয়েছে তা জানলে সবাই ভয় পেয়ে যাবে। সেই কেন্দ্রের ফল সংক্রান্ত বিষয় এখন আদালতের হাতে রয়েছে বলে বেশি কিছু বলতে চান না। তবে এই প্রসঙ্গে মমতা উল্লেখ করেন যে, এর আগে তিনি মুখ্যমন্ত্রী হয়েছিলেন ভবানীপুর থেকে জিতেই। তাই এবার যেন সেটাই চেয়েছে ভবানীপুরের মানুষ। তাঁর বক্তব্য, সবই ভাগ্যের খেলা। মুখ্যমন্ত্রী তিনি হবেন তো ভবানীপুর থেকেই।