‘৫ টাকায় ডিম-ভাত ইউনিক আইডিয়া’, ‘মা’ প্রকল্পের সূচনায় মমতা

‘৫ টাকায় ডিম-ভাত ইউনিক আইডিয়া’, ‘মা’ প্রকল্পের সূচনায় মমতা

কলকাতা: নবান্ন থেকে আজো ভার্চুয়াল সাংবাদিক বৈঠক করে বাজেট ঘোষণা করা প্রকল্প ‘মা’য়ের সূচনা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার ৫ টাকায় পেট ভরা খাবার দেওয়া শুরু করবে। এই প্রকল্পের সূচনা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “৫ টাকায় ডিম এবং ভাত একটি ইউনিক আইডিয়া।” পরীক্ষামূলক ভাবে শুরু হলেও পরবর্তী ক্ষেত্রে সারারাত যে এই প্রকল্পের বিস্তার করা হবে, এমনটাই জানিয়েছেন তিনি।

বাজেট অধিবেশনে এই প্রকল্পের ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানানো হয়েছিল, রাজ্যের যে সকল মানুষ ঠিকভাবে খেতে পান না তাদের খাবারের সমস্যা দূর করতে এই প্রকল্পের সূচনা করবে রাজ্য সরকার। মাত্র ৫ টাকায় ২০০ গ্রাম ডাল, ভাত, তরকারি এবং ডিম পাবেন মানুষ। আপাতত কলকাতার ১৬ টি বোরোর ১৪৪ টি ওয়ার্ডে এই সুবিধা মিলবে। পরবর্তী ক্ষেত্রে সারারাত যে এই প্রকল্পের বিস্তার ঘটানো হবে। আপাতত প্রতি ওয়ার্ড হিসেবে ৫০০ জন মানুষ এই সুবিধা পাবেন বলে জানানো হয়েছে। প্রতিদিন দুপুরে ১ টা থেকে ৩ টে পর্যন্ত রাজ্য সরকারের তরফে এই পরিষেবা প্রদান করা হবে। তবে মুখ্যমন্ত্রী এও স্পষ্ট করেছেন, প্রাথমিক পর্যায়ে বেশ কিছু সমস্যা হতে পারে, যেমন খাবার ফুরিয়ে যেতে পারে কারণ এখনো মানুষের চাহিদা বোঝা যায়নি এই প্রকল্পের ভিত্তিতে। তবে পরবর্তী ক্ষেত্রে সব সমস্যার সমাধান হয়ে যাবে বলে আশ্বাস দিয়েছেন তিনি। এর আগে পুরসভার প্রশাসকমণ্ডলীর সদস্য দেবাশিস কুমার জানিয়েছিলেন, বরোর যেকোনও একটি পয়েন্ট থেকে আমজনতাকে খাবার বিলি করা হবে। যে সময় যেমন সব্জি পাওয়া যাবে, তখন সেটিই দেওয়া হবে।

এদিন এই প্রকল্পের সূচনা করার পাশাপাশি একাধিক বিশ্ববিদ্যালয়ের গবেষণায় রাজ্যের দুর্গাপূজা নিয়ে গবেষণাপত্র প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এছাড়াও দুর্গাপুজোর বাণিজ্যিক সাফল্য নিয়ে পরিসংখ্যান পেশ করেন তিনি। পাশাপাশি বেসরকারি কয়েকটি প্রকল্পের উদ্বোধন করার সঙ্গে কলকাতার ডেটা সেন্টার উদ্বোধন করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × two =