‘কোনও ভুল বোঝাবুঝির ব্যাপার নেই, লক্ষ্মী ভাল ছেলে’, পদত্যাগ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী

তিনি জানিয়েছেন, লক্ষ্মীরতন ভালো ছেলে, এখানে কোন ভুল বোঝাবুঝির ব্যাপার নেই।

 

কলকাতা: দলবদলের আবহেই তৃণমূল কংগ্রেস দলকে পুনরায় অস্বস্তিতে ফেলে মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করেছেন লক্ষ্মীরতন শুক্লা। ‌ একইসঙ্গে হাওড়া জেলার সভাপতি পদ থেকে ইস্তফা দিয়েছেন তিনি। চিঠি দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জানিয়েছেন, তিনি আর রাজনীতির সঙ্গে যুক্ত থাকতে চান না, ক্রিকেটের জগতে পুনরায় ফিরে যেতে চান। লক্ষ্মীরতন শুক্লার স্তেফানিয়া ইতিমধ্যেই রাজনৈতিক পর্যায় শুরু হয়ে গিয়েছে। যদিও এই বিষয়টিকে খুব বেশি গুরুত্ব দিচ্ছেন না তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, লক্ষ্মীরতন ভালো ছেলে, এখানে কোন ভুল বোঝাবুঝির ব্যাপার নেই।

মমতার কথায়, “এটা ও করতেই পারে তাতে কি যায় আসে। লক্ষ্মী ভালো ছেলে, পদত্যাগ করেছে ঠিক আছে। ও চিঠিতে মিনিস্ট্রি থেকে পদত্যাগের কথা লেখেনি, ও লিখেছে, সমস্ত রকম রাজনীতি থেকে সরে যেতে চাই, খেলাধুলার প্রয়োজনে। খেলায় বেশি সময় দিতে হবে। তবে বিধায়ক হিসেবে যতদিন মেয়াদ ততদিন কাজ করবে।’ তৃণমূল সুপ্রিমো আরো বলেন, রাজ্যপালকে ইতিমধ্যেই জানানো হয়েছে লক্ষ্মীরতন শুক্লার পদক্ষেপ গ্রহণ করে নেওয়া হোক। লক্ষ্মীরতন ভালো ছেলে, খেলাধুলা নিয়ে থাকুক, তাঁর জন্য শুভেচ্ছা রয়েছে। এর মধ্যে কোনও রকম ভুল বোঝাবুঝি নেই বলে স্পষ্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সূত্রের খবর, মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে লক্ষ্মীরতন শুক্লা জানিয়েছেন, তিনি রাজনীতি থেকে অবসর নিতে চান, পুনরায় ক্রিকেটের দুনিয়ায় ফিরে যেতে চান। তবে অন্য কোনো রাজনৈতিক দলে তিনি যোগ দেবেন না বলে আশ্বাস দিয়েছেন লক্ষ্মীরতন শুক্লা। তিনি এও জানিয়েছেন, বিধায়ক পদ থেকে তিনি এখন ইস্তফা দিচ্ছেন না, মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত নিজের দায়িত্ব সামলাবেন তিনি। এদিকে নবান্ন সূত্রে খবর, লক্ষ্মীরতন শুক্লার পদত্যাগপত্র ইতিমধ্যেই গ্রহণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লক্ষ্মীরতন শুক্লার এইরকম আকস্মিক সিদ্ধান্ত আবারো চরম অস্বস্তিতে ফেলেছে তৃণমূল কংগ্রেসকে। হঠাৎ কেন এই পদত্যাগ লক্ষ্মীরতন শুক্লার, তাও আবার বিধানসভা নির্বাচনের কয়েক মাস বাকি থাকতেই, এই নিয়ে স্বাভাবিকভাবে উঠেছে প্রশ্ন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen − 5 =