কিষান সম্মান যোজনা নিয়ে বড় সিদ্ধান্ত মমতার, কেন্দ্রকে সহায়তা করবে রাজ্য

কৃষকদের স্বার্থের কথা মাথায় রেখেই তারা যেন এই প্রকল্পের সুবিধা পায় সেই বিষয়টি রাজ্য সরকার খেয়াল রাখবে। 

কলকাতা: প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার সুবিধা পেতে কেন্দ্রীয় সরকার তাদের পোর্টালে নথিভূক্ত রাজ্যের কৃষকদের নাম সহ যাবতীয় তথ্য রাজ্যকে দিলে রাজ্য সরকার তা পরীক্ষা করে পাঠাবে। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে সাংবাদিকদের বলেন, কৃষকদের স্বার্থের কথা মাথায় রেখেই তারা যেন এই প্রকল্পের সুবিধা পায় সেই বিষয়টি রাজ্য সরকার খেয়াল রাখবে। 

রাজ্যের দেওয়া চিঠির প্রেক্ষিতে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমার সম্প্রতি জানিয়েছেন, এই প্রকল্পের সুবিধা পেতে রাজ্যের যে ২১ লাখ ৭৯ হাজার কৃষক সরাসরি কেন্দ্রীয় পোর্টালে  নাম নথিভূক্ত করেছেন রাজ্যের ছাড়পত্র না মেলায় তারা প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। এর প্রেক্ষিতে কৃষকদের যাবতীয় তথ্য রাজ্যের পোর্টালে দ্রুত পাঠানোর জন্য তিনি কেন্দ্রীয় কৃষিমন্ত্রীকে পাল্টা চিঠি দিয়েছেন বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। কৃষকদের সেই তথ্য হাতে আসলে সব কিছু পরীক্ষা-নিরীক্ষা করে তা দ্রুত কেন্দ্রের কাছে পাঠিয়ে দেওয়া হবে বলেও মুখ্যমন্ত্রী জানান। 

উল্লেখ্য, রাজনৈতিক কারণেই রাজ্য সরকার এই প্রকল্পের সুবিধা নিচ্ছে না বলে কেন্দ্রীয় সরকার ইতিপূর্বে বেশ কয়েকবার অভিযোগ করেছে। ‘আয়ুষ্মান ভারত যোজনা’ এবং ‘প্রধানমন্ত্রী কিষাণ সম্মাণ নিধি’ – এই দুই কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা ইচ্ছে করেই গ্রহণ করছে না তৃণমূল কংগ্রেস শাসিত পশ্চিমবঙ্গ, যার জেরে এখানকার কৃষক এবং সাধারণ মানুষজন বঞ্চিত হচ্ছেন, এমন অভিযোগ এখনও করে ভারতীও জনতা পার্টি শিবির। বারবার রাজ্য সরকারের বিরুদ্ধে বিশেষত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এই অভিযোগে সরব হয় কেন্দ্রীয় নেতৃত্ব। এমনকী এই দুই সুবিধা চালু না করায় মুখ্যমন্ত্রীকে কাঠগড়ায় তুলেছেন বাংলার রাজ্যপাল জগদীপ ধনকড়ও। গত সেপ্টেম্বর মাসে মুখ্যমন্ত্রী মমতা নিজে কেন্দ্রকে চিঠি লিখে এই দুই প্রকল্প বাংলায় চালু করার আবেদন জানান। সংশ্লিষ্ট মন্ত্রকের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীদের আলাদা করে চিঠি লেখেন তিনি।যদিও পরবর্তী ক্ষেত্রেও বাংলায় চালু হয়েনি এই দুই প্রকল্প। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven − 3 =