বিপুল শূন্যপদে নিয়োগ, দেড় কোটি কর্মসংস্থানের ‘বড়’ আশ্বাস মমতার

বিপুল শূন্যপদে নিয়োগ, দেড় কোটি কর্মসংস্থানের ‘বড়’ আশ্বাস মমতার

কলকাতা: শূন্য পদে নিয়োগ এবং কর্মসংস্থান নিয়ে এ দিন বাজেট পেশ করার সময় বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানালেন, লক্ষাধিক শূন্য পদে নিয়োগ তো হবেই পাশাপাশি আগামী বছর গুলিতে কমপক্ষে দেড় কোটি কর্মসংস্থান হবে রাজ্যে। একই সঙ্গে তিনি জানান, বিগত ১০ বছরে চার লক্ষের বেশি শূন্য পদে নিয়োগ হয়েছে।

এ দিন বাজেট পেশ করার সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, বর্তমানে বিভিন্ন বিভাগে ৫০ হাজার এবং পুলিশে ৭,২৯১ টি পদ খালি আছে। সেই প্রেক্ষিতে তিনি প্রস্তাব রাখছেন আগামী তিন বছরে বিশেষ উদ্যোগ নিয়ে বিভিন্ন বিভাগে এবং পুলিশে শূন্য পদে নিয়োগ সম্পন্ন করবে রাজ্য সরকার। এর পাশাপাশি কর্মসংস্থানে রাজ্য সরকার যে দারুন ভাবে কাজ করে চলেছে তার খতিয়ান দেখা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্ষেত্রে তিনি বলেন, পর্যটন শিল্পে ১০ হাজার থেকে ৫০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে এবং এর জন্য বরাদ্দ করা হয়েছে ১০ কোটি টাকা। পাশাপাশি ডেউচা-পাচামিতে কাজ শুরু হবে খুব শীঘ্র এবং তার ফলে দক্ষ-অদক্ষ হাজার হাজার শ্রমিক কাজের সুযোগ পাবেন। এর পাশাপাশি আইটি সেক্টরে একাধিক নিয়োগ এবং সিঙ্গুর সহ তাজপুরের প্রকল্পের কথাও এ দিন উল্লেখ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রেক্ষিতেই তিনি এ দিন জানিয়ে দেন,  ‌আগামী ৫ বছরে সরকারি এবং বেসরকারি স্তরে এবং স্বনিযুক্তি মূলক কর্মসংস্থানকে ধরে দেড় কোটি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা সম্ভব হবে। একইসঙ্গে তিনি জানান, বিগত ১০ বছরে ১০০ দিনের কাজে ৭.২৪ কোটি গ্রামের মানুষের কর্মসংস্থান হয়েছে।

পাশাপাশি বাজেট পেশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, পার্শ্বশিক্ষকদের ৩ শতাংশ হারে বেতন বৃদ্ধি হবে। এছাড়াও তফশিলি জাতি, উপজাতি, আদিবাসী মানুষদের জন্য ১০০টি নতুন ইংরেজি মাধ্যম স্কুল তৈরি করা হবে৷ এর জন্য ৫০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে৷ অলচিকি ভাষার জন্য ৫০০টি নতুন স্কুল ও দেড় হাজার পার্শ্বশিক্ষক নিয়োগ করা হবে৷ আগামী পাঁচ বছরে অলচিকি ভাষায় পঠন পাঠনের জন্য আরও ৫০০টি নতুন স্কুল গড়ে তোলা হবে৷ এর জন্য আগামী অর্থবর্ষে ১০০ কোটি টাকা ব্যয় বরাদ্দ প্রস্তাব রাখা হচ্ছে৷ অন্যদিকে, নেপালি, হিন্দি, উর্দু, কামতাপুরি ভাষার জন্য আগামী পাঁচ বছরে ১০০টি নতুন স্কুল তৈরি করা হবে। নিয়োগ করা হবে ৩০০ পার্শ্ব শিক্ষক৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *