মাত্র ১ দিনেই গান লিখলেন মুখ্যমন্ত্রী, সেই গানেই মমতাময় ‘স্বাধীনতা’র অনুষ্ঠান!

মাত্র ১ দিনেই গান লিখলেন মুখ্যমন্ত্রী, সেই গানেই মমতাময় ‘স্বাধীনতা’র অনুষ্ঠান!

কলকাতা: করোনা আবহে ৭৪তম স্বাধীনতা দিবসে রাজ্য পুলিশের অভিবাদন গ্রহণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ রেড রোডে সংক্ষিপ্ত অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন ও করোনা জয়ীদের সম্মান জানানোর মাধ্যমে স্বাধীনতা দিবসে অংশ নিলেন মুখ্যমন্ত্রী৷ করোনা পরিস্থিতি কথা মাথায় রেখে এবারের অনুষ্ঠান সংক্ষিপ্ত আড়ম্বরহীন হলেও ছিল বেশ কিছু চমক৷ রেড রোড বেজে উঠল এক দিনের ব্যবধানে মমতার লেখা ও সুর দেওয়া গান৷ গাইলেন বাংলার প্রথম শ্রেণির শিল্পীরা৷

অন্যান্য বারের মতো এবারও মুখ্যমন্ত্রী প্রথমে নেতাজির মূর্তিতে মালা দিয়ে এবং পরে পুলিশ মেমোরিয়ালে পুষ্পার্ঘ্য নিবেদন করেন৷ সেখান থেকে রেড রোডের মূল অনুষ্ঠানে অংশ নেন তিনি৷ রাজ্য পুলিশের অভিবাদ গ্রহণের পাশাপাশি জাতীয় পতাকা উত্তোলন করেন মুখ্যমন্ত্রী৷ কুচকাওয়াজের আগে করোনা জয়ীদের সম্মান জানান তিনি৷

এদিনের অনুষ্ঠান সঞ্চালনা করেন রাজ্যের স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়৷ ২৫ জন করোনা জয়ীকে সম্মান জানানোর পর মুখ্যসচিব ঘোষণা করেন, এখন আকাশে উড়িয়ে দেওয়া হচ্ছে শান্তির বার্তাবাহী কপোত৷ শান্তির বার্তাবাহী কপোত ওড়ানোর পর মুখ্যমন্ত্রীর কথা ও সুরে গেয়ে ওঠবে একটি গান৷ ইন্দ্রনীল সেন, লোপামুদ্রা মিত্র, মনোময় ভট্টাচার্য, রূপঙ্কর বাগচী, দেবজ্যোতি বসু, দিশা রায় মুখ্যমন্ত্রীর লেখা ও সুরে গান গাইবেন৷’’

এরপর আলাপন বন্দ্যোপাধ্যায় জানান, ‘‘ককোনা চলে যাবে একদিন, করোনা যোদ্ধাদের মনে রেখো, এই গানের কথা ও সুর একদিনের মধ্যে এই অনুষ্ঠানের জন্য স্থির করে দিয়েছেন, প্রণয়ন করে দিয়েছেন মাননীয়া মুখ্যমন্ত্রী৷ এর আগে আমরা ভারত মাতার সন্তান যে গানটি শুনেছি, তার কথা ও সুর আমাদের অনুষ্ঠানের জন্য দেশের উদ্দেশ্যে করে দিয়েছেন মাননীয়া মুখ্যমন্ত্রী৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 − six =