কৃষ্ণনগর: শনিবার গভীর রাতে ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে হাঁসখালিতে। শ্মশান যাত্রীদের গাড়ি পেছন থেকে ধাক্কা মারে রাস্তায় দাঁড়িয়ে থাকা পাথর বোঝাই লরিতে এবং এই ঘটনার জেরে ইতিমধ্যেই ১৮ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে এবং আশঙ্কাজনক অবস্থায় অনেকেই হাসপাতালে চিকিৎসাধীন। মর্মান্তিক এই ঘটনায় শোক প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে রাজ্যপাল জগদীপ ধনকড়। এমনকি পাশে থাকার আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সকলেই টুইট করেছেন এই ঘটনার প্রেক্ষিতে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনা সম্পর্কে টুইট করে বলেন, পথ দুর্ঘটনার খবর শুনে তিনি মর্মাহত এবং যারা আহত হয়েছেন তাদের পরিবারের পাশে থাকার বার্তা দিয়েছেন তিনি। পাশাপাশি যারা প্রাণ হারিয়েছেন তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। এই ঘটনায় একইরকম ভাবে শোক প্রকাশ করে মন্তব্য করেছেন রাজ্যপাল জগদীপ ধনকড়। তিনি জানিয়েছেন, নদিয়ায় পথ দুর্ঘটনায় ১৮ জনের মৃত্যু এবং ৫ জনের আহত হবার খবর শুনে তিনি ব্যতীত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি অনুরোধ জানিয়েছেন যাতে আহতদের পরিবারের পাশে সরকার দাঁড়ায় এবং রাস্তার সুরক্ষার বিষয়ে কড়া পদক্ষেপ নেওয়া হয়।
নদীয়ার এই পথ দুর্ঘটনার খবরে দুঃখ প্রকাশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বাংলায় টুইট করে লিখেছেন, “পশ্চিমবঙ্গের নদীয়া জেলায় ঘটে যাওয়া পথদুর্ঘটনা অত্যন্ত দুঃখজনক। এই দুর্ঘটনায় প্রাণ হারানো মানুষদের প্রতি আমার সমবেদনা রইল। ঈশ্বর ওনাদের এই কঠিন পরিস্থিতিতে সহায় হোন। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।”