করোনা বিধিনিষেধ থেকে রাজনৈতিক দ্বন্দ্ব, গঙ্গাসাগর নিয়ে চূড়ান্ত সতর্ক মমতা

যাতে কেউ প্ররোচনায় পা না দেন। সমস্যা তৈরি হলে বুঝিয়ে তা মেটাতে হবে।

 

কলকাতা: সব পূণ্যার্থীকে করোনার বিধি নিষেধ মেনে সাগরে স্নান করতে আবেদন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তিনি রাজ্যের মানুষকে সাগরে ভিড় না করার অনুরোধ করেছেন। তিনি নিজেও এবার সাগরে যাবেন না বলে স্থির করেছেন। কোভিড পরিস্থিতিতে এবার ঘরে বসেই মকর সংক্রান্তির স্নান ও কপিল মুনির মন্দির দর্শনের ব্যবস্থা করেছে রাজ্য প্রশাসন। ভিভিআইপি এবং ভিআইপিদের এবছর সাগর স্নানে একেবারেই যেতে নিষেধ করেছেন মুখ্যমন্ত্রী। সোমবার আসন্ন গঙ্গাসাগর মেলা নিয়ে নবান্ন সভাঘরে বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘‌‘১৫০ টাকা দিলেই গঙ্গাসাগরের জল দু্য়ারে পৌঁছে দিচ্ছি আমরা। সঙ্গে প্রসাদও থাকবে। ই–স্নান অ্যাপের মাধ্যমে অনলাইনে অর্ডার করা যাবে। আর, ই–দর্শনে দেখা যাবে গঙ্গা সাগর মেলা।’’

মুখ্যমন্ত্রী প্রশাসনকে নির্দেশ দিয়েছেন, রাজ্যের সব প্রবেশ পথে করোনার নমুনা পরীক্ষার ব্যবস্থা রাখতে হবে। বাবুঘাটেও করোনা পরীক্ষা হবে। তার পরেই তীর্থযাত্রীদের মেলায় যাওয়ার বাসে উঠতে দেওয়া হবে। মেলার সমস্ত গুরুত্বপূর্ণ প্রবেশ পথে ১৩টি মেডিক্যাল স্ক্রিনিং ক্যাম্প করা হচ্ছে। আরটিপিসিআর পরীক্ষার ব্যবস্থাও রাখা হচ্ছে। ৬০০ শয্যার কোভিড হাসপাতাল ও ৬টি ওয়েলনেস সেন্টার তৈরি করা হয়েছে। ৮টি সেফ হোম, ১১টি কোয়ারেন্টিন সেন্টার ও ৫টি আইসোলেশন সেন্টার করা হয়েছে। মেলায় আসা সমস্ত তীর্থযাত্রীকে মাস্ক পরে থাকার অনুরোধ জানিয়েছেন মুখ্যমন্ত্রী। পারস্পরিক দূরত্ব বজায় রেখে চলতে হবে সবাইকে। প্রশাসনের পক্ষ থেকে তীর্থযাত্রীদের মাস্ক ও স্যানিটাইজার দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। যাঁরা তীর্থযাত্রীদের দান করেন, তাঁদের কাছে মুখ্যমন্ত্রী এবছর পোশাকের বদলে মাস্ক ও স্যানিটাইজার দান করতে অনুরোধ করেছেন।

মুখ্যমন্ত্রী বলেন, ‘ভীনরাজ্য থেকে আসা তীর্থযাত্রীদের কিছু বলার নেই। কিন্তু রাজ্যের মানুষ এবার যেন কম যান। মেলা প্রাঙ্গনে দাঙ্গা লেগে যায় এমন কাজ যেন কোনও বিশেষ সংগঠন না করে। রাজনীতি যেন কেউ না করেন। স্বেচ্ছা সেবকদের তিনি মাইকে বার বার প্রচার করতে নির্দেশ দিয়েছেন, যাতে কেউ প্ররোচনায় পা না দেন। সমস্যা তৈরি হলে বুঝিয়ে তা মেটাতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *