গোয়ার নতুন ভোরের লড়াই! ফেলেইরোর যোগদানে আত্মবিশ্বাসী মমতা

গোয়ার নতুন ভোরের লড়াই! ফেলেইরোর যোগদানে আত্মবিশ্বাসী মমতা

159f8283de4cd16d988cb992a28969dd

কলকাতা: আজ তৃণমূল কংগ্রেস যোগ দিলেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফেলেইরো৷ সুব্রত মুখোপাধ্যায় ও সৌগত রায়ের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন তিনি৷ তবে এর আগে নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক সারেন ফেলেইরো৷ আর তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েই তিনি আক্রমণ করেন বিজেপিকে এবং বলেন, তাদের হারাতেই তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। তাঁর এই যোগদান নিয়ে প্রবল আত্মবিশ্বাসী মমতা নিজেও। এই বিষয়ে টুইট করেছেন তিনি। 

আরও পড়ুন: অপেক্ষার অবসান, তৃণমূলে যোগ দিলেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফেলেইরো

এদিন তিনি বলেন, গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী, সাতবারের বিধায়ক এবং বর্ষীয়ান কংগ্রেস নেতা লুইজিনহো ফেলেইরোকে তৃণমূল পরিবারে স্বাগত জানাতে পেরে তিনি গর্বিত। একসঙ্গে তারা প্রত্যেক গোয়াবাসীর জন্য কাজ করবেন এবং স্বৈরাচারী শক্তির বিরুদ্ধে লড়াই চালাবেন। এটা গোয়ার নতুন ভোরের জন্য লড়াই বলে জানান মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তিনি আরও বলেন, এমজিপির প্রাক্তন বিধায়ক শ্রী লাভু মামলেদার, কংগ্রেস নেতা যতীশ নায়েক, বিজয় পাই, মারিও পিন্টো ডি সান্টানা ও আনন্দ নায়েক ছাড়াও তিনি সাহিত্য আকাদেমি পুরষ্কারপ্রাপ্ত বিখ্যাত কবি শিবদাস সনু নায়েক, সাউথ গোয়ার আইনজীবী অ্যাসোসিয়েশনের সভাপতিকেও স্বাগত জানিয়েছেন। 

আরও পড়ুন- বাড়িওয়ালা-ভাড়াটের সংঘাতেই বিপর্যয়, শোনা হয়নি পুরসভার কথা, আহিরীটোলা নিয়ে ফিরহাদ

উল্লেখ্য, এদিন সাংবাদিক বৈঠকে গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফেলেইরো প্রথমেই মহাত্মা গান্ধীর কথা বলেন। তারপর তিনি জানান যে, তাঁর ছোট্ট গোয়া তো বটেই, গোটা দেশ এখন অর্থনৈতিক সঙ্কটের মধ্যে দিয়ে যাচ্ছে। কমপক্ষে ৬৫ শতাংশ মানুষ দারিদ্র সীমার নিচে রয়েছেন এখন। অনেক সমস্যা রয়েছে আরও, কিন্তু সবথেকে বড় সমস্যা বেকারত্বের, এমনটাই মনে করেন তিনি। তাঁর দাবি, বিজেপি দেশের ক্ষমতায় আসার পর নোটবন্দির সিদ্ধান্ত নিয়ে হোক, কিংবা অর্থনৈতিক নীতি, দেশকে তারা ৪৫ বছর পিছনে নিয়ে চলে গিয়েছে। এমনকি গোয়ার অবস্থাও খুব খারাপ হয়ে গেছে রাজনৈতিকভাবে হোক বা পরিবেশগতভাবে, জানান তিনি। পাশাপাশি তৃণমূলে যোগদান প্রসঙ্গে তিনি জানিয়েছেন, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করে তিনি ভীষণ খুশি। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *