ডেউচা পাচামি কয়লা শিল্পাঞ্চল নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

কৌশিক সালুই, বীরভূম: ডেউচা পাচামি কয়লা শিল্পাঞ্চলের মানুষের জন্য স্বস্তির বাণী। মুখ্যমন্ত্রী ডেউচা পাচামি কয়লা শিল্পাঞ্চলে আদিবাসী ও স্থানীয় মানুষদের আশ্বস্ত করেছেন। মুখ্যমন্ত্রীর এই বক্তব্যকে স্বাগত জানিয়েছে স্থানীয় আদিবাসী নেতৃত্ব। তাদের দাবি কয়লা শিল্পাঞ্চল এলাকায় বর্তমানে পাথর শিল্প চলছে। বহু আদিবাসী সেখানে কাজে সঙ্গে যুক্ত। এখনও পর্যন্ত রাজ্য সরকার কিছু মানুষের পূণর্বাসন ঘোষণা করেনি। আদিবাসী নেতৃত্বের বক্তব্য এই বিষয়টি পরিষ্কার করুক সরকার। তার পাশাপাশি নতুন শিল্পের পক্ষেও সওয়াল করেছে তারা।

caaebc0475dec5baf5464e3a7421da48

কৌশিক সালুই, বীরভূম: ডেউচা পাচামি কয়লা শিল্পাঞ্চলের মানুষের জন্য স্বস্তির বাণী। মুখ্যমন্ত্রী ডেউচা পাচামি কয়লা শিল্পাঞ্চলে আদিবাসী ও স্থানীয় মানুষদের আশ্বস্ত করেছেন। মুখ্যমন্ত্রীর এই বক্তব্যকে স্বাগত জানিয়েছে স্থানীয় আদিবাসী নেতৃত্ব। তাদের দাবি কয়লা শিল্পাঞ্চল এলাকায় বর্তমানে পাথর শিল্প চলছে। বহু আদিবাসী সেখানে কাজে সঙ্গে যুক্ত। এখনও পর্যন্ত রাজ্য সরকার কিছু মানুষের পূণর্বাসন ঘোষণা করেনি। আদিবাসী নেতৃত্বের বক্তব্য এই বিষয়টি পরিষ্কার করুক সরকার। তার পাশাপাশি নতুন শিল্পের পক্ষেও সওয়াল করেছে তারা।

সোমবার বীরভূম এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনদিনের জেলা সফরে এসেছেন তিনি। এদিন বোলপুর গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সারা রাজ্যে একাধিক প্রকল্পের উদ্বোধন করেন তিনি। তখনই ডেউচা পাচামির কয়লা শিল্প নিয়েও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। গ্রাম, জমি ও চাকরি থেকে যাতে কোনও আদিবাসী বঞ্ছিত না হন তা দেখার আশ্বাস দেন তিনি। বলেন, এটি সময়সাপেক্ষ ব্যাপার। তবে এ নিয়ে অদূর ভবিষ্যতে কথা বলার ইঙ্গিত দেন। জানান, কথা না বলে সরকার কিছু করবে না। এখন যেখানে খালি রয়েছে সেখানে সার্ভে করে কাজটা শুরু করা যায় কিনা তা দেখা উচিত। যেখানে কোনও অসুবিধা নেই যেখানে কাজ করার কথা বলেন মুখ্যমন্ত্রী। এও বলেন এই রাস্তায় এগোলে এলাকার ছেলেমেয়েরা চাকরি পাবে।

তবে সম্পূর্ণ পরিকল্পনা বাস্তবায়ি করতে ৪-৫ বছর সময় লাগবে বলে জানান তিনি। এও বলেন এটি কয়েকটি পর্যায়ে সম্পন্ন হবে। যাদের জায়গা নেওয়া হবে তাদের চাকরি দেওয়ার আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। শিল্পাঞ্চল সম্পূর্ণ হয়ে গেলে ১০০ বছর বাংলায় বিদ্যুতের অভাব হবে না এবং বিদ্যুৎ খুব সস্তায় পাওয়া যাবে বলেও জানান তিনি। স্থানীয় আদিবাসী নেতা রবিন সরেন মুখ্যমন্ত্রীর বক্তব্যকে স্বাগত জানিয়ে বলেন, মুখ্যমন্ত্রীর প্রস্তাবিত কয়লা শিল্প এলাকায় পাথর শিল্পাঞ্চল রয়েছে। সেখানে বহু আদিবাসী মানুষ কাজ করেন। কয়লা শিল্প হলে সেই সব মানুষের কর্মসংস্থানের বিষয়ে রাজ্য সরকার এখনও কি্ছু স্পষ্ট করেনি। সেটি হওয়ার পরই কয়লা শিল্প সংক্রান্ত আলোচনা চান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *