ফের রাজ্যে করোনা বিধিনিষিধ? ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী

ফের রাজ্যে করোনা বিধিনিষিধ? ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী

কলকাতা: ওমিক্রন নিয়ে চিন্তার শেষ নেই। দেশ তো বটেই, বাংলাতেও বাড়ছে করোনার এই নয়া প্রজাতিতে আক্রান্তের সংখ্যা। তারপর আবার বড়দিনের যে পার্কস্ট্রিটের ছবি ভাইরাল হয়েছে সব জায়গায় তা দেখে শিউরে উঠতে হয়। এই আবহে এখন সকলের একটাই প্রশ্ন যে রাজ্যে আবার কোভিড নিয়মবিধি চালু হবে কিনা। সাংবাদিকদের আজ এই নিয়ে বড় ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, ফের রাজ্য যেতে পারে করোনা বিধিনিষিধের দিকে।

আজ মমতা ওমিক্রন এবং করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে বলেন, কিছু কিছু কেস আসছে বাইরে থেকে। প্লেনে কেউ আসছে সেখানে হয়ত একজন আক্রান্ত। কিন্তু বাকি ৩০০ জন তার সঙ্গে থাকছে। এইভাবে সংক্রমণ ছড়াচ্ছে। সেই প্রেক্ষিতে সতর্ক হতে হবে। মনে হয় একটু রেস্ট্রিকশন, একটু বিধিনিষেধের দিকে যেতে হতে পারে। এই কথা বলার পর তিনি সবাইকে পরামর্শ দিয়ে বলেছেন, মাস্ক পরতে হবে, স্যানিটাইজার ব্যবহার করতে হবে। তবে কবে বা আদৌ বিধিনিষেধ চালু বা নিয়মবিধি চালু হবে কিনা, সেই ব্যাপারে স্পষ্ট কোনও ইঙ্গিত পাওয়া যায়নি।

প্রসঙ্গত, কেন্দ্রীয় রিপোর্ট অনুযায়ী, রাজধানীতে এই মুহূর্তে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ১৪২ জন, তারপরেই রয়েছে মহারাষ্ট্র। সেখানে আক্রান্ত ১৪১ জন। তৃতীয় স্থানে রয়েছে কেরল যেখানে আক্রান্তের সংখ্যা তুলনায় অনেকটাই কম, ৫৭ জন। তারপর গুজরাট, রাজস্থান, তেলেঙ্গানার পর অনেকটাই পেছনে পশ্চিমবঙ্গ। তবে ওমিক্রন রোগীর সংখ্যা যেমন বেড়েছে, এই প্রজাতি থেকে সুস্থ হয়ে ওঠার সংখ্যাও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় ওমিক্রন থেকে সুস্থ হয়েছেন ১৫১ জন। রাজ্যভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী, আক্রান্তের নিরিখে সুস্থ হওয়ার সংখ্যাও স্বস্তি দিচ্ছে। দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৫৩১ জন এবং একই সময় মৃত্যু হয়েছে ৩১৫ জনের। দেশের মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩ কোটি ৪৭ লক্ষ ৯৩ হাজার ৩৩৩ জন এবং মোট মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৭৯ হাজার ৯৯৭ জনের। এদিকে, দেশে একদিনে ৭ হাজার ১৪১ জন করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 − 3 =