কলকাতা: ছট পুজোর উদ্বোধনে গিয়ে আজ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন যে বাকি মহিলাদের মত তিনি কাল থেকে ব্রত রেখে ছিলেন। তিনি একদিকে যেমন দুর্গা পুজো করেন, অন্যদিকে তেমন কালী পুজো করেন। আবার রমজান মাসও পালন করেন আর বড়দিনে প্রার্থনা করেন। আসলে এই মন্তব্য করে তিনি কার্যত এক হাত নিয়েছেন বিজেপিকে কারণ বরাবর মমতার বক্তব্য যে বিজেপি ধর্মীয় ভেদাভেদ সৃষ্টি করা ছাড়া আর কিছু করে না। তাই পরোক্ষে গেরুয়া শিবিরকে আক্রমণ করলেন তিনি।
এদিন মমতা জানান, আগে রাজ্যে ছট পুজোতে একদিন ছুটি থাকতো কিন্তু তিনি পরে জানতে পেরেছিলেন যে এই পুজো দু’দিনের তাই এখন দু’দিনের ছুটি থাকে। অন্যান্য মহিলারা যেমন তিনদিন ধরে ব্রত পালন করেন তিনিও গতকাল থেকে সেই ব্রত পালন করেছেন বলে জানান মমতা। বলেন যে তিনি শুধুমাত্র চা খেয়ে রয়েছেন আর কিছু খাননি। এই মন্তব্য করার পাশাপাশি তিনি সর্বধর্ম সমন্বয়ের কথা বলেন। বাংলায় কত পুজো হয় এবং কত ধরনের পুজো হয় সেইসব ছিল তাঁর বক্তব্যের মধ্যে। এছাড়াও সরাসরি বিজেপি সরকারকে আক্রমণ করে তিনি বলেন, পশ্চিমবঙ্গের সরকার অন্য সরকারের মতো আচ্ছে দিন বলে জিনিসপত্রের দাম বাড়িয়ে দেয় না আবার নোট বন্দি করে না। রাজ্যের সরকার স্টুডেন্ট ক্রেডিট কার্ড দেয়, লক্ষ্মীর ভান্ডার প্রকল্প চালু হয়। এর পাশাপাশি তিনি ছট পুজোর প্রসাদ ঠেকুয়া খেতে চেয়েছেন পুজো উদ্যোক্তাদের কাছে।
আসলে বিজেপি বরাবর মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে এসেছে ধর্মীয় ইস্যু নিয়ে। কিন্তু তিনি যখন দুর্গা পুজার সময় পুজো কমিটি গুলিকে অর্থ প্রদান করেছেন সেই সময়ে প্রশ্ন তুলেছে বিজেপি। আবার অন্যান্য ধর্মীয় স্থানে যাওয়ার প্রসঙ্গ টেনে কটাক্ষ করা হয়েছে বহুবার। সুযোগ পেয়ে আজ সেই কথা তুলেই বিজেপি সরকারকে খোঁচা দেন বাংলার মুখ্যমন্ত্রী।