পাঁচ দিনের সফরে উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী, কোচবিহার থেকে করতে পারেন গুরুত্বপূর্ণ ঘোষণা

পাঁচ দিনের সফরে উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী, কোচবিহার থেকে করতে পারেন গুরুত্বপূর্ণ ঘোষণা

কলকাতা: পাঁচ দিনের সফরে উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার সন্ধেয় কোচবিহারের সার্কিট হাউসে পৌঁছন তিনি৷ আজ, সোমবার কোচবিহারে প্রশাসনিক বৈঠক করার কথা রয়েছে তাঁর। মুখ্যমন্ত্রীর এই সফর ঘিরে এখন তুঙ্গে প্রশাসনিক তৎপরতা৷ লোকসভা ভোটের আগে মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফর তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে৷ পাঁচ দিনের সফরে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় কর্মসূচি রয়েছে তাঁর৷ সূত্রের খবর, ফুলবাড়িতে প্রশাসনিক সভা থেকে একাধিক ঘোষণা করতে পারেন মমতা। তার মধ্যে রয়েছে কোচবিহারে রাজবংশী ভাষায় পঠনপাঠনের বিষয়টিও৷ মঙ্গলবার তিনি যাবেন রায়গঞ্জ ও বালুরঘাটে৷ সেখানে কর্মসূচি সেরে পৌঁছবেন মালদহ এবং মুর্শিদাবাদে৷ তার পর যাবেন কৃষ্ণনগের৷ সেখানে কর্মসূচি সেরে কলকাতায় ফিরবেন মুখ্যমন্ত্রী৷ তেমনটাই নবান্ন সূত্রে খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *