মোদীর ধ্যানে আপত্তি মমতার, বললেন, ‘বিধিভঙ্গ করলে কমিশনে অভিযোগ জানাব আমরা’

কলকাতা: আগামী শনিবার, ১ জুন লোকসভা নির্বাচনের শেষ দফার ভোটগ্রহণ। আট রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মোট ৫৭টি আসনে হবে ভোটগ্রহণ। সপ্তম দফায় ভোট রয়েছে খোদ…

কলকাতা: আগামী শনিবার, ১ জুন লোকসভা নির্বাচনের শেষ দফার ভোটগ্রহণ। আট রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মোট ৫৭টি আসনে হবে ভোটগ্রহণ। সপ্তম দফায় ভোট রয়েছে খোদ মোদীর নির্বাচনী কেন্দ্র বারণসীতে। ৪ জুন হবে ভোটগণনা। শেষ দফার ভোটে প্রচারের শেষ দিন ৩০ মে। প্রধানমন্ত্রীর দফতর সূত্রে খবর, ওই দিন সন্ধ্যা থেকে ১ জুন সন্ধ্যা পর্যন্ত বিবেকানন্দ রক মেমোরিয়ালে ধ্যানে বসবেন মোদী৷ প্রধানমন্ত্রীর সেই ধ্যান নিয়েই এবার খোঁদা দিলেন মমতা৷  মোদীর এই সাধনাকে ‘লোক দেখানো’ বলে তোপ দাগলেন তিনি।

 

বারুইপুরের নির্বাচনী সভা থেকে  মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘ধ্যান করলেই ক্যামেরা ছুটবে। প্রতিবার দেখবেন, নির্বাচনের শেষ দফার ৪৮ ঘণ্টা আগে কোথাও না কোথাও ঢুকে বসে থাকেন। আর লোককে দেখায়, ধ্যান করছি।’

তাঁর সাফ কথা, ‘‘লোকে যখন পুজো করেন, তখন ক্যামেরার সামনে করেন? উনি সমুদ্রের হাওয়া খেতে খেতে প্রচার চালাবেন। নির্বাচনের পরে এ ভাবে প্রচার করতে পারেন না। আমরা নির্বাচন কমিশনে অভিযোগ জানাব। উনি ধ্যান করতেই পারেন, কিন্তু সংবাদমাধ্যম তা দেখাতে পারে না। কারণ তা নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে।’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *