কলকাতা: ‘এক ব্যক্তি এক পদ’ বিতর্কে দ্বিবিভক্ত শাসক দল৷ সোশ্যাল মিডিয়ায় যে ভাবে ক্যাম্পেন শুরু হয়েছে তাতে রীতিমতো ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার কালীঘাটের বৈঠকে অসন্তোষ ব্যক্ত করেছেন দলনেত্রী। তাঁর কথায়, ‘‘যা হয়েছে তা খুবই খারাপ। আমাদের দলে আগে কখনও এ জিনিস হয়নি। এর পিছনে কারা রয়েছে সবটাই জানি৷’
আরও পড়ুন- ‘তৃণমূলে একটাই পদ, বাকি সব আপদ’ তীব্র কটাক্ষ দিলীপের
‘এক ব্যক্তি এক পদ’-এর পক্ষে সওয়াল করেন খোদ প্রাক্তন সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই ইস্যুতে কার্যত দ্বিবিভক্ত হয়ে পড়ে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব৷ বিতর্কের জল বহু দূর গড়িয়েছে। মমতা আগেই বলেছিলেন, নীতিগত অবস্থান হিসাবে এটা বলা সম্ভব নয়৷ কিন্তু রাজনৈতিক দলের ক্ষেত্রে অনেক রকম বাস্তবতা ভাবতে হয়।
এক ব্যক্তি এক পদ প্রশ্নে বিভাজিত তৃণমূল৷ শুধু তাই নয়, মমতার পরিবারের ছোটদের অনেকেই অভিষেকের পাশে দাঁড়িয়ে এই ইস্যুতে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন৷ ফলে এই বিতর্ক এখন পাবলিক৷ শনিবারের বৈঠকেও প্রসঙ্গটি তুলে ধরেন তৃণমূলনেত্রী। এরপরেই চন্দ্রিমা ভট্টাচার্য জাবনান, এক ব্যক্তি এক পদ নিয়ে তাঁর নামে যে পোস্ট প্রকাশিত হয়েছে, সেটা তিনি করেননি। করেছে আইপ্যাক। সূত্রের খবর, অভিষেক তাঁর এই বক্তব্য মানতে চাননি। এর পরেই মমতা বলেন, ‘কে, কী করেছে আমি সবটাই জানি। আর জানার দরকার নেই।’ এদিকে আইপ্যাকের সঙ্গেও দলনেত্রী আর সম্পর্ক রাখতে চাইছেন না বলে সূত্রের খবর৷