কলকাতা: বাজেট পেশ করার সময় মমতা বন্দ্যোপাধ্যায় এবার নতুন দুটি প্রকল্পের ঘোষণা করেছিলেন। তাদের মধ্যে একটি ‘মাতৃ বন্দনা’, অন্যটি ছিল ‘মা’। বাজেটে যেমন কথা বলেছিলেন সেই কথা মতোই এবার প্রকল্প হচ্ছে চালু হয়ে যাচ্ছে রাজ্য সরকারের। আগামী সোমবার থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত ‘মা’ প্রকল্প চালু হয়ে যাচ্ছে। এই প্রকল্পের ফলে মিলবে ৫ টাকায় ডিম-ভাতের থালি। জানা গিয়েছে, আগামী সোমবার দুপুর ৩টেয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনলাইনের মাধ্যমে ১৬টি বরো এলাকায় একসঙ্গে এই পরিষেবা চালু করবেন। তবে মঙ্গলবার থেকে প্রতিদিন দুপুর ১ টা থেকে ২ টো খাবার বন্টন করা হবে গরীব মানুষদের।
আরও পড়ুন: বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হল প্রশান্ত কিশোরের বাড়ি! রাজনৈতিক হিংসার জের?
বাজেট অধিবেশনে এই প্রকল্পের ঘোষণা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, এই ‘মা’ প্রকল্পের অধীনে থাকবেন অত্যন্ত দুঃস্থ মানুষ, যারা হয়তো দু’বেলা খেতে পান না। সেই সব মানুষদের স্বল্পমূল্যে রান্না করা খাবার দেবে রাজ্য সরকার। এই প্রেক্ষিতেই আগামী সোমবার থেকে বাজেটে ঘোষিত প্রকল্প চালু হয়ে যাচ্ছে রাজ্যে। প্রকল্প ঘোষণার ৭ দিনের মধ্যেই কাজ চালু করে দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে এটিকে মাস্টার স্ট্রোক বলে মনে করছেন অনেকে। এই বিষয় পুরমন্ত্রী ফিরহাদ হাকিম ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন, স্বাধীনতার পর দেশে এই প্রথম কোনও রাজ্য সরকার ৫ টাকায় আমিষ খাবারের যোগান দিচ্ছে। এই প্রসঙ্গে আরো জানা গিয়েছে, ৫ টাকার ডিম-ভাত খালি সহ ২০০ গ্রাম চালের ভাতের সঙ্গে থাকবে সবজি এবং ডালও। পরবর্তী ক্ষেত্রে শহরের ১৪৪ টি ওয়ার্ডে চালু হবে এই প্রকল্পের কাজ।
আরও পড়ুন: রহস্য-সম্ভাবনার গ্রহ ‘মঙ্গল’! রহস্যের সন্ধানে ৬১ বছরের গবেষণা!
উল্লেখ্য, বাজেট ঘোষণায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরো একটি যে প্রকল্প ঘোষণা করেছিলেন, সেই ‘মাতৃবন্দনা’ প্রকল্পে আরো ১০ লক্ষ নতুন স্বনির্ভর গোষ্ঠী দুস্থ নারীদের নিয়ে গঠন করা হবে। এই গোষ্ঠী মূলত কো-অপারেটিভ ব্যাঙ্ক গুলি থেকে আগামী ৫ বছরে ২৫ হাজার কোটি টাকার ঋণ প্রদানের ব্যবস্থা করবে। আর এর জন্য, আগামী অর্থবর্ষে ১৫০ কোটি টাকা ব্যয় বরাদ্দের প্রস্তাব রেখেছেন তিনি। ফাইল ছবি