‘ঢুকতে দেব না শুভেন্দুকে’, নন্দীগ্রামে হুঙ্কার তৃণমূলের! টুইটে গর্বিত মমতা!

‘ঢুকতে দেব না শুভেন্দুকে’, নন্দীগ্রামে হুঙ্কার তৃণমূলের! টুইটে গর্বিত মমতা!

 

তমলুক: দুয়ারে নির্বাচন! ভোটের মুখে নন্দীগ্রাম আবেগকে কাজে লাগাতে মরিয়া তৃণমূল-বিজেপি৷ একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে শুভেন্দু অধিকারী৷ আজ নন্দীগ্রাম দিবস উৎযাপনে মরিয়া উভয় শিবির৷ নন্দীগ্রাম দিবসকে হাতিয়ার করে সকালে থেকে ময়দানে নেমেছে তৃণমূল-বিজেপি৷ শুধুতেই অশান্ত নন্দীগ্রাম৷

নন্দীগ্রাম দিবসে সোনাচূড়ায় শুভেন্দুকে ঢুকতে না দেওয়ার হুঁশিয়ারি স্থানীয় তৃণমূল নেতৃত্বের৷ বিজেপি-তৃণমূল কর্মীদের মধ্যে ধাক্কাধাক্কি৷ পরিস্থিতির গুরুত্ব বুঝে মাঠে নামে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী৷ পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে পুলিশ৷ এদিন তৃণমূলের তরফে ভাঙাবেড়িয়ায় পৃথক মঞ্চ নির্মাণ করে নন্দীগ্রাম দিবস পালন অনুষ্ঠানে যোগ দেন তৃণমূলের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা৷ গোকুলনগরে যেখানে তৃণমূলের তরফে ফুল দিয়ে ‘শহিদ’দের শ্রদ্ধা জানানো হয়, ঠিক তার কিছু সময় পর সম্মান জানাতে জান শুভেন্দু৷ 

 

নন্দীগ্রাম দিবসে সোনাচূড়ায় যখন শুভেন্দুকে ঢুকতে না দেওয়ার হুঁশিয়ারি দিচ্ছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব, ঠিক তখনই টুইট করে নন্দীগ্রামে ‘শহিদ’ পরিবারগুলির পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ নন্দীগ্রামের মতো ঐতিহাসিক স্থানে ‘শহিদ’ পরিবারগুলির পাশে দাঁড়িয়ে সেখানে নির্বাচনে লড়াই করতে পেরে তিনি গর্বিত বলে টুইট করেন  তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ আজ নন্দীগ্রাম দিবসে টুইট বার্তায় মমতা লেখেন, ২০০৭ সালে আজ এই দিনে সেখানকার বাসিন্দাদের উপরে যেভাবে গুলি চালানো হয়েছিল, সেটা ছিল রাজ্যের ইতিহাসের একটি কালো অধ্যায়৷ এই ঘটনায় যারা প্রাণ হারিয়েছিলেন তাঁদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তিনি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven − 5 =