কলকাতা: সুস্থ হবার কয়েকদিনের মধ্যেই ফের গতকাল বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। প্রত্যাশামতোই এদিন বাইপাসের ধারে হাসপাতালে তার বুকে আরও দুটি স্টেন্ট বসেছে। বিখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠির তত্ত্বাবধানে এনজিওপ্লাস্টি হয় মহারাজের। এদিন হাসপাতালে তাঁর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। মহারাজের সঙ্গে দেখা করে বেরিয়ে তিনি সকলকে আশ্বাস দিয়ে বলেন, সৌরভ গঙ্গোপাধ্যায় একেবারেই সুস্থ রয়েছেন এবং তিনি আশা করছেন তিনি দ্রুত কাজে ফিরতে পারবেন।
এদিন হাসপাতালে বর্তমান বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে চান বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, সৌরভ আপাতত সুস্থ রয়েছেন। ডাক্তার এবং পরিবারের বাকি সদস্যদের সঙ্গে তাঁর কথা হয়েছে। মুখ্যমন্ত্রীর আশা সকলের প্রিয় মহারাজ খুব তাড়াতাড়ি কাজে ফিরতে পারবেন। একই সঙ্গে ঠান্ডা মাথায় দ্রুত সৌরভ গঙ্গোপাধ্যায়কে হাসপাতালে নিয়ে আসার জন্য পরিবারকে ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, এদিন সৌরভ গঙ্গোপাধ্যায়ের শরীরের সফলভাবে স্টেন্ট বসানো হয়েছে এবং তিনি সুস্থ রয়েছেন। তবে আপাতত তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানা যাচ্ছে। ডা. দেবী শেঠী, প্রখ্যাত কার্ডিওলজিস্ট অশ্বিন বালাচাঁদ মেহতা, চিকিৎসক আফতাব খান, সপ্তর্ষি বসু এবং সরোজ মণ্ডলের নেতৃত্বে অ্যাঞ্জিওপ্লাস্টি করে স্টেন্ট বসানো হয় সৌরভের বুকে।
নতুন বছরের দ্বিতীয় দিনেই সকালে বাড়িতে জিম করার সময় হঠাৎ ব্ল্যাক আউট হয়ে যান সৌরভ। পরবর্তী ক্ষেত্রে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে এনজিওপ্লাস্টি করা হয়। অ্যাঞ্জিওপ্লাস্টির পর প্রথমেই ৯ সদস্যের মেডিক্যাল বোর্ডের সঙ্গে প্রাথমিকভাবে কথা বলেন চিকিৎসক দেবী শেট্টি। এরপর তিনি সৌরভের শারীরিক অবস্থা খতিয়ে দেখেন। জানা যায় তাঁর মাইল্ড হার্ট অ্যাটাক হয়েছিল। যদিও অল্প সময়ের মধ্যেই সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফেরেন তিনি। উল্লেখ্য, কয়েকদিন আগেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের দাদা তথা প্রাক্তন ক্রিকেটার স্নেহাশীষ গঙ্গোপাধ্যায়েরও বুকে স্টেন্ট বসানো হয়।