স্বাস্থ্যসাথী কার্ড ফেরালেই ‘রাফ অ্যান্ড টাফ’ ব্যবস্থা, কড়া বার্তা মমতার

স্বাস্থ্যসাথী কার্ড ফেরালেই ‘রাফ অ্যান্ড টাফ’ ব্যবস্থা, কড়া বার্তা মমতার

কলকাতা: কোন পথে করোনা মোকাবিলা করবে রাজ্য, তার উপায় খুঁজতেই বুধবার বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ রাজ্যের প্রতিটি জেলার জেলাশাসক, মুখ্য স্বাস্থ্য আধিকারিক, মেডিক্যাল কলেজের অধ্যক্ষ এবং সুপারদের সঙ্গে এদিন বৈঠকে করেন মুখ্যমন্ত্রী৷ নবান্ন সূত্রে খবর, করোনার চতুর্থ ঢেউ এলেও রাজ্যবাসীকে যাতে সমস্যার মধ্যে পড়তে না হয়, সে বিষয়েই বৈঠকে আলোচনা করেছেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে স্বাস্থ্যসাথী কার্য নিয়ে দিলেন কড়া বার্তা৷ 

আরও পড়ুন- কাশীপুর মামলায় কমান্ড হাসপাতালের বিরুদ্ধে হাই কোর্টের গেল রাজ্য

এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘‘কেউ স্বাস্থ্যসাথী কার্ড ফেরালে ‘রাফ অ্যান্ড টাফ’ হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনে আইনি পদক্ষেপ করা হবে৷’’ মুখ্যমন্ত্রী আরও বলেন, মুখ্যসচিবের নেতৃত্বে কমিটি করা হয়েছে। তাঁরা সরকারকে পরামর্শ দেবে। রাজ্যের দেওয়া স্বাস্থ্যসাথী কার্ডে রাজ্যেই চিকিৎসা করার পরামর্শ দিয়েছেন মমতা। তাঁর কথায়, ‘‘যে সমস্ত নার্সিংহোম স্বাস্থ্যসাথী কার্ড ফিরিয়ে দিচ্ছে, এ বার তাদের স্বাস্থ্য পরীক্ষা করব আমরা। সাধারণ মানুষ যেন স্বাস্থ্যসাথীর সুবিধা পায়। আমি আবেদন করব, বাইরে না গিয়ে এই রাজ্যেই চিকিৎসা করান। এখানে এখন সমস্ত চিকিৎসার ব্যবস্থা রয়েছে।’’