কলকাতা: তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী রবিবার ভোট গণনার দিন দলের প্রার্থী, এজেন্ট ও জেলা সভাপতিদের গণনা কেন্দ্রের ভিতরে সব সময় সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন। গণনার প্রস্তুতি নিয়ে দলনেত্রী আজ কালীঘাটে নিজের বাসভবন থেকে ভার্চুয়ালি প্রার্থী, এজেন্ট, জেলা সভাপতিদের সঙ্গে বৈঠক করেন। সেখানে তিনি ওই দিন গণনা শেষ না হওয়া পর্যন্ত কাউকে গণনা কেন্দ্র ছেড়ে না যাওয়ার পরামর্শ দেন। সবাইকে কোভিড বিধি মেনে চলার নির্দেশ দিয়েছেন বলেও দলীয় সূত্রে জানা গিয়েছে।
পাশাপাশি তৃণমূল সুপ্রিমো প্রত্যেককে ভোর পাঁচটার মধ্যে গণনা কেন্দ্রে পৌঁছে দেওয়ার কথা বলেছেন। কারো কাছ থেকে কিছু না খাওয়ার পরামর্শ দিয়েছেন বলে সূত্রের খবর। ১৭সি ফর্মের সঙ্গে ইভিএম ও ভিভিপ্যাট মিলিয়ে দেখার কথা বলেন তিনি। যারা মাটি কামড়ে পড়ে থাকবেন দল তাদের পুরস্কৃত করবে বলেও দলনেত্রী জানিয়েছেন। প্রয়োজনে ৯০০৩০০৩০০১-এই কাউন্টিং হেলপ্লাইন নম্বরে ফোন করতে বলা হয়েছে। ঐদিন টাকার বিনিময়ে গণনা কেন্দ্র ছেড়ে যাওয়ার ঘটনা যেন না ঘটে সে বিষয়টি নিয়েও সবাইকে নিশ্চিত হতে বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে তাঁর স্পষ্ট দাবি, তৃতীয় বারের জন্য ক্ষমতায় আসবে তৃণমূল।
বস্তুত আজকের ভার্চুয়াল বৈঠকে একগুচ্ছ নির্দেশ দিয়েছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো। তাঁর নির্দেশ, টেবিল ছেড়ে আসা যাবে না৷ শুরুতে বিজেপি এগিয়ে গেলেও গণনাকেন্দ্র ছাড়া যাবে না৷ অন্যের দেওয়া খাবার খাওয়া যাবে না৷ এমনকী করা যাবে না ধূমপান৷ বিহারের নজির টেনে পোস্টাল ব্যালটে গণনার নজরদারির নির্দেশও দেন তিনি৷ জঙ্গলমহল এবং উত্তরবঙ্গের কিছু জেলার উল্লেখ করে তৃণমূল নেত্রী মুখ্য নির্বাচনী এজেন্টদের বিশেষ ভাবে বলেন, এখানে ভালো ফল করবে তৃণমূল৷ এই সকল জেলায় শুরুর দিকে বিজেপি হয়তো এগিয়েও থাকতে পারে৷ কিন্তু তা দেখে মন খারাপ করা বা গণনা কেন্দ্র ছাড়া যাবে না৷ কারণ বেশিরভাগ জায়গাতেই তৃণমূলের জয় নিশ্চিত৷ ফাইল ছবি