মেদিনীপুর: মেদিনীপুরের সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একহাত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ দিলেন ‘গ্যারান্টি খোঁচা’৷
দিন কয়েক আগেই রাজ্যে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ কৃষ্ণনগরের জনসভা থেকে স্পষ্ট বাংলায় তিনি বলেছিলেন,‘‘বুঝলেন, মোদীর গ্যারান্টি হল পূরণ হওয়ার গ্যারান্টি।’’। এদিন পাল্টা মমতা বলেন, ‘‘মনে রাখবেন বাংলার সরকার কোনও গ্যারান্টি দিলে সেটা পূরণ করা হয়!
আর দিল্লি সরকার দিলে সেটা বর্জন হয়। দিল্লি সরকারের কোনও গ্যারান্টিই কাজে লাগে না। এ হল ভোটের আগে গ্যাসবেলুন। ভোট চলে গেলেই গ্যাসবেলুন ফুটো হয়ে যায়।’’