‘বঙ্গভঙ্গ’ দাবির আবহেই উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী! জোর রাজনৈতিক জল্পনা

‘বঙ্গভঙ্গ’ দাবির আবহেই উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী! জোর রাজনৈতিক জল্পনা

কলকাতা: বাংলায় বিজেপি পর্যুদস্ত হওয়ার পর উত্তরবঙ্গ প্রসঙ্গে একাধিকবার বিতর্কিত মন্তব্য করতে শোনা গেছে কয়েকজন বিজেপি সাংসদকে। তাদের মধ্যে সবথেকে উল্লেখযোগ্য নাম জন বার্লা, নিশীথ প্রামাণিক। তারা দুজনেই উত্তরবঙ্গ ভাগের দাবি তুলেছেন এই অভিযোগ তুলে যে বর্তমান সরকার উত্তরবঙ্গের মানুষের কোন উন্নয়ন করেনি। বিজেপির অন্যান্য কয়েক জন বিধায়ক এর সমর্থন করেছেন। এখনো পর্যন্ত এই নিয়ে বিতর্কেরও শেষ নেই আর তার মধ্যেই শোনা যাচ্ছে যে আগামী মাসেই উত্তরবঙ্গ সফরে যেতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অবশ্যই তাঁর এই উত্তরবঙ্গ সফর যে ব্যাপক তাৎপর্যপূর্ণ হতে চলেছে তা কোনো সন্দেহ না রেখেই বলা যায়।

আরও পড়ুন-অনলাইনে প্রতারণার ফাঁদে ছাত্র, ৮১ হাজার টাকা খুইয়ে অসহায় পরিবার

সূত্রের খবর, সেপ্টেম্বর মাসের ৬ থেকে ৯ তারিখ পর্যন্ত উত্তরবঙ্গে থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃতীয়বারের জন্য রাজ্যে ক্ষমতায় আসার পর এই প্রথমবার উত্তরবঙ্গ সফরে যেতে পারেন তিনি। জানা গিয়েছে, এবার উত্তরবঙ্গ সফরে গিয়ে বেশ কয়েকটি প্রশাসনিক বৈঠক করবেন তিনি, একই সঙ্গে দলীয় বৈঠকও করার কথা রয়েছে তাঁর। গত লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গে একদম ভালো ফল করতে পারেনি তৃণমূল কংগ্রেস। সেই কারণে রাজ্য বিধানসভা ভোটের আগে উত্তরবঙ্গের গিয়ে একাধিক প্রতিশ্রুতি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরে বিধানসভা নির্বাচনে উত্তরবঙ্গে তুলনামূলক ভালো ফল করেছে ঘাসফুল শিবির। তবে এরই মধ্যে আবার বঙ্গভঙ্গের দাবি উঠে গিয়েছে জোরালোভাবে। সেই প্রেক্ষিতে এই সময়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গ সফর যে আলাদা মাত্রা দেবে বাংলার রাজনৈতিক মহলকে তা বলাই বাহুল্য। রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের মতে, এবার উত্তরবঙ্গ সফরে গিয়ে আরও বড় কোনো ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী এবং বিজেপির বিরুদ্ধে আরো আক্রমণাত্মক ভূমিকা নিতে পারেন তিনি। 

আরও পড়ুন- বিষ-কাণ্ডে পুলিশি ব্যর্থতা? আরও জোরদার আন্দোলনের সম্ভাবনা, সতর্ক করল গোয়েন্দা বিভাগ

বিজেপির সাংসদরা যে দাবি উঠেছিল তা প্রাথমিকভাবে সমর্থন করেনি রাজ্য বিজেপি শীর্ষ নেতৃত্ব। মূলত রাজ্য সভাপতি দিলীপ ঘোষ স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন যে বঙ্গভঙ্গের দাবি তাঁরা সমর্থন করেন না। কিন্তু সম্প্রতি তিনি ও বঙ্গভঙ্গ ইস্যুতে বিতর্কিত মন্তব্য করে ফেলেছেন যা নিয়ে বিতর্ক অন্যমাত্রায় সৃষ্টি হয়েছে। সব মিলিয়ে উত্তরবঙ্গ ইস্যু নিয়ে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির লড়াই আরো বেশি প্রবোধ হচ্ছে বিগত কয়েক দিন ধরে। তাই এবার দেখা যাক যে মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ সফরে গিয়ে আদতে কোন বিষয়টাকে সবথেকে বেশি গুরুত্ব দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 2 =