বাংলার শিল্পে গতি আনায় জোর, আমেরিকা যেতে পারেন মমতা

বাংলার শিল্পে গতি আনায় জোর, আমেরিকা যেতে পারেন মমতা

কলকাতা: মার্কিন যুক্তরাষ্ট্র সফর করতে পারেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের শিল্প আনা এবং কাজের সুযোগ তৈরীর করার লক্ষ্যে এই সফর হতে পারে বলে সূত্রের খবর। আপাতত যা জানা যাচ্ছে তাতে আগামী কয়েক দিনের মধ্যে এই সফর সংক্রান্ত সমস্ত ব্যাপার চূড়ান্ত হবে। বিভিন্ন আমেরিকান সংস্থার বিনিয়োগ বাংলার জন্য টানতে উদ্যোগী হয়েছেন মুখ্যমন্ত্রী। সেই প্রেক্ষিতেই এই আমেরিকা সফর বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন- বিশ্বের দ্বিতীয় বৃহত্তর কয়লা খনি হবে দেউচা-পাচামি, হবে লক্ষাধিক কর্ম সংস্থান, ঘোষণা মমতার

সূত্র মারফত জানা গিয়েছে, আমেরিকান চেম্বার অফ কমার্সকে রাজ্য সরকার ইতিমধ্যেই এই বিষয়ে বার্তা দিয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে খুব তাড়াতাড়ি আমেরিকার সফরের সূচি চূড়ান্ত হয়ে যাবে। তাৎপর্যপূর্ণ ব্যাপার, আমেরিকান চেম্বার অফ কমার্স তার বার্ষিক সভায় পশ্চিমবঙ্গকে আলাদাভাবে গুরুত্ব দিয়েছে। এই সভাতে ভার্চুয়াল ভাবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং অর্থমন্ত্রী অমিত মিত্র। বার্ষিক সভায় ইতিবাচক আলোচনা হয়েছে বলে সূত্রের খবর এবং তারপরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই আমেরিকা সফরে তোড়জোড় শুরু হয়েছে। বাংলায় আমেরিকান সংস্থার বিনিয়োগ নতুন কিছু নয়। বিগত কয়েক বছর ধরেই রাজ্যে বিনিয়োগ এবং কর্মসংস্থানে সামনের সারিতে রয়েছে পেপসি, অ্যামাজন, কগনিজ্যান্টের মত সংস্থা। 

আরও পড়ুন- পুলিশকে নিয়ে অনেকেই ব্যঙ্গ করেছে, তাঁদের শুভবুদ্ধি উদয় হোক: মমতা

তৃতীয়বারের জন্য বাংলায় ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্পষ্ট করে দিয়েছিলেন যে এবার তিনি রাজ্যের শিল্প আনতে জোর দেবেন। একই রকমের বক্তব্য ছিল রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। এমনকি রাজ্যে টাটাকে ফিরিয়ে আনার কথা জানিয়েছিলেন তিনি। এদিকে, সম্প্রতি পূর্ব বর্ধমান সফরে গিয়ে পলিফিল্ম কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি জানান, আগামী ১০০ বছরে বাংলায় বিদ্যুতের অভাব হবে না৷  ২-৩ বছরের মধ্যে কাজ সম্পন্ন হয়ে গেল বিদ্যুতের খরচও কমে যাবে৷ দেউচা-পাচামির জন্য সরকার প্রস্তুত বলে জানান তিনি৷ এই প্রকল্পে ১৫ হাজার কোটি টাকা বিনিয়োগ করা হচ্ছে বলেও দাবি করেন৷ লক্ষাধিক ছেলেমেয়ের কর্ম সংস্থান হবে বলে আশ্বাস দেন৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *