তিন দিনের সফরে দিল্লি যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা, মোদীর সঙ্গে সাক্ষাৎ নিয়ে জল্পনা

কলকাতা:  সব কিছু ঠিক থাকলে আগামী সপ্তাহে তিন দিনের জন্য দিল্লি সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পরে প্রথমবার দিল্লি যাচ্ছেন মমতা৷…

কলকাতা:  সব কিছু ঠিক থাকলে আগামী সপ্তাহে তিন দিনের জন্য দিল্লি সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পরে প্রথমবার দিল্লি যাচ্ছেন মমতা৷ সেখানে  নীতি আয়োগের বৈঠকে অংশগ্রহণ করার কথা রয়েছে তাঁর। তবে নীতি আয়োগের বৈঠকের বাইরে  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তিনি পৃথক ভাবে সাক্ষাৎ করবেন কি না, সেটা যদিও স্পষ্ট নয়। অন্যদিকে, লোকসভা ভোটে ‘ইন্ডিয়া’ জোট ভাল ফল করেছে। ওয়াকিবহাল মহলের ধারণা, দিল্লি যাওয়ার পর কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গেও দেখা হতে পারে তৃণমূল নেত্রী তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।