কলকাতা: নন্দীগ্রামে জিতেও হেরে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়! এখন নির্বাচন কমিশন জানাচ্ছে, সেখানে জিতেছেন বিজেপির শুভেন্দু অধিকারী! জানা গিয়েছে ১৯৫৩ ভোটে জিতেছেন তিনি। এই প্রেক্ষিতে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন, ‘নন্দীগ্রামের যার ফলাফল হয়েছে আমি মেনে নেব, আগামী দিনে এই নিয়ে আদালতে আমি যাব’। নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভয়ঙ্কর পক্ষপাততুষ্টের অভিযোগ তুলেছেন তিনি। দলীয় সূত্রে খবর, মমতা বন্দ্যোপাধ্যায় খড়দহ কেন্দ্র থেকে উপনির্বাচনে লড়াই করবেন। কাজল সিনহা ওই কেন্দ্রে জয়ী হলেও তাঁর মৃত্যুতে আসনটি শূন্য হয়েছে।
নীলবাড়ি দখলের লড়াইয়ে তৃণমূল-বিজেপি দ্বৈরথের অন্যতম কেন্দ্র হয়ে উঠেছিল নন্দীগ্রাম৷ এই কেন্দ্রে ‘প্রেস্টিজ ফাইটে’ নেমেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী৷ বাংলা তো বটেই, সকাল থেকে গোটা দেশের নজর আটকে ছিল এই হাইভোল্টেজ কেন্দ্রের দিকে৷ এদিন গণনার শুরুতেই লিড নিয়ে নিয়েছিলে শুভেন্দু৷ একটা সময় ৮ হাজারেরও বেশি ভোটে পিছিয়ে গিয়েছেন মমতা৷ কিন্তু পরে ফের ব্যবধান কমিয়ে এগিয়ে চার হাজারের বেশি ভোটে এগিয়ে যান তৃণমূল নেত্রী৷ দিনভর টানটান উত্তেজনার পর অবশেষে শেষ রাউন্ডে একেবারে চমক! জয়ী ঘোষণা করা হল মমতা বন্দ্যোপাধ্যায়কে। কিন্তু প্রায় ঘন্টাখানেক পর জানান হল, তিনি ১২০০ ভোটে নয়, শুভেন্দু অধিকারী জিতেছেন ১৯৫৩ ভোটে! এই ভাবে জয়ী প্রার্থী হেরে গেলেন সেটাও হয়তো রেকর্ড।