Aajbikel

আশা করছেন রাজনীতিতে প্রবেশ করবে না! ফুরফুরা শরিফ নিয়ে মন্তব্য মমতার

 | 
mamata

কলকাতা: নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অল ইন্ডিয়া ইমাম মোয়াজ্জেম স্যোশাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন আজ একটি সমাবেশের আয়োজন করেছিল। সেই অনুষ্ঠানে যোগ দিয়ে একদিকে যেমন কিছু ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে ফুরফুরা শরিফ প্রসঙ্গে তাৎপর্যপূর্ণ মন্তব্যও করেছেন। এই অনুষ্ঠান থেকে বিরোধীদের নিশানা করতে গিয়ে তিনি আদতে এই প্রসঙ্গ তোলেন। মমতা বলেন, ভাগাভাগির রাজনীতি করতে চাইছে বিরোধীরা। 

সমাবেশের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে শোনা যায়, ফুরফুরা শরিফকে তারা সম্মান করেন, শ্রদ্ধা করেন। তাই তিনি চান, ফুরফুরা শরিফ যেন রাজনীতিতে প্রবেশ না করে। ঠিক যেমন বেলুড় মঠ বা অন্য কোনও ধর্মীয় সংস্থান রাজনীতিতে প্রবেশ করুক তা তিনি চান না। আসলে বিরোধীদের নিশানা করতে গিয়ে নাম না করে আইএসএফ-কে আক্রমণ শানান মমতা। মন্তব্য করেন, এখন জগাই-মাধাই-গদাই... তার সঙ্গে জুটেছে আর একটা। পাশাপাশি সংখ্যালঘুদের পাশে দাঁড়িয়ে তাঁর আরও বড় বার্তা, তাঁদের ওপর আঘাত আসলে তিনিই ইস্যুটা সবার আগে তুলে ধরেন। শেষ পর্যন্ত লড়াই চালান। 

এই প্রসঙ্গে বিরোধীদের একহাত নিয়ে মমতা জানান, রোজা তুলতে গেলে তাঁকে নিয়ে অনেকে ব্যঙ্গ করে। বিজেপি তো তাঁর নাম পালটে দিয়েছিল। কিন্তু তিনি এসব পাত্তা দেন না। মমতার কথায়, রামকৃষ্ণ বলেছিলেন যত মত তত পথ। তাই তিনি শুধু নিজের কাজ করেন, বিরোধীরা কে কী বলল তাতে আমল দেন না। মমতা এও জানান, তিনি শুধু এটাই দেখতে চান যে, মানুষ যেন মানুষের সঙ্গে লড়াই না করে। 

Around The Web

Trending News

You May like