৬ ঘণ্টা পর CBI দফতর ছাড়লেন মমতা

৬ ঘণ্টা পর CBI দফতর ছাড়লেন মমতা

কলকাতা: নারদকাণ্ডে আজ সকালেই গ্রেফতার করা হয় রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়কে৷ এছাড়াও গ্রেফতার হয়েছেন মদন মিত্র, শোভন চট্টোপাধ্যায়। এই ঘটনায় তোলপাড় রাজ্য রাজনীতি৷ খবর পেয়েই সিবিআই দফতরে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সিবিআই অফিসারদের বলেন, ‘আমাকেও গ্রেপ্তার করুন৷’ এই চারজনকে বেআইনিভাবে গ্রেফতার করা হয়েছে বলেও সরব হন তিনি। এবার অবশেষে প্রায় ৬ ঘণ্টা পর সিবিআই দফতর ছাড়লেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন থমথমে মুখে নিজাম প্যালেসে পৌঁছন মুখ্যমন্ত্রী। নবান্ন যাওয়ার পথে তিনি চলে আসেন সিবিআই দফতরে। কথা বলেন আইনজীবীদের সঙ্গে। 

এদিকে, ধৃত এই চারজনকে ভার্চুয়ালি আদালতে পেশ করা হয়েছে। কারণ করোনাভাইরাস পরিস্থিতির দিকে নজর দিয়ে সশরীরে আদালতে উপস্থিত হননি কেউ। এদিকে ধৃত চারজনই আদালতে জামিনের আবেদন করেছেন। আদালতের স্পষ্ট বক্তব্য, একবার যখন সিবিআই চার্জশিট জমা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে তখন আলাদা করে আর কী জিজ্ঞাসা করতে হবে সেই বিষয়ে জানা অত্যন্ত জরুরী। আর কোন কোন বিষয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে সেই বিষয়েও সিবিআইয়ের তরফে জানতে চেয়েছে আদালত। ইতিমধ্যেই আদালতে এসেছেন চন্দ্রিমা ভট্টাচার্য্য, সুজিত বসু, জ্যোতিপ্রিয় মল্লিক এবং অরূপ বিশ্বাস। রায়দান খুব শীঘ্রই হবে বলে জানা গিয়েছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × five =