মমতার ভোটের ব্যবধান ৪৫ হাজার! জয়ের দোরগোড়ায় নেত্রী

মমতার ভোটের ব্যবধান ৪৫ হাজার! জয়ের দোরগোড়ায় নেত্রী

কলকাতা: ১৭ রাউন্ড গণনার শেষে ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোটের ব্যবধান ৪৫ হাজার ৭৩৮। এই রাউন্ডে মমতা পেয়েছেন ৬৭ হাজার ৬২০ ভোট। প্রিয়াঙ্কা পেয়েছেন ২১ হাজার ৮৮২ ভোট। ১৬ রাউন্ড শেষে মমতার ভোটের ব্যবধান ছিল ৪২ হাজার ২৯২। তৃণমূল পেয়েছিল ৬২ হাজার ৭৬০। বিজেপি পেয়েছিল ২০ হাজার ৪৬৮। অর্থাৎ এক এক রাউন্ডেই ব্যবধান হু হু করে বাড়াচ্ছেন মমতা। ইতিমধ্যেই প্রবল উচ্ছ্বাসে মাততে শুরু করেছে তৃণমূল কংগ্রেস কর্মীরা। ভবানীপুর এবং কালীঘাট তো বটেই, বাকি দুই কেন্দ্রেও উৎসবের আমেজ ঘাসফুল শিবিরে। সব জায়গায় যেন অকাল হোলি পালিত হচ্ছে। এদিকে, যদুবাবুর বাজারে মিষ্টি বিতরণ করছেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র।

উল্লেখ্য, তিনি জানিয়েছেন, ”বি ফর বেটিয়া, বি ফর ভবানীপুর, বি ফর ভারত। আভি তো ট্রেলার চল রাহা হ্যায়, পিকচার আভি বাকি হ্যায়”। একই সঙ্গে তিনি এও দাবি করলেন যে, আগামী দিনে দিল্লির পথে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ই। রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম বার বারই বলেছেন ভবানীপুরে মমতা ৫০-৮০ হাজার ভোটে জিতবেন। রবিবার সকালেও একই দাবি করেছেন তিনি। দেখা যাচ্ছে সেই দাবি এখন সত্যি হওয়ার পথেই। তিনি এও আত্মবিশ্বাসের সঙ্গে জানান, এরপর দিল্লি সামলাতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে। ২০২৪ সালে কেন্দ্র থেকে নরেন্দ্র মোদী সরকারের পতন হবেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two + twelve =