নিজেদের মেয়েকে খুন করবে, তৃণমূলের ওপর দোষ চাপাবে! বিজেপিকে নিশানা মমতার

নিজেদের মেয়েকে খুন করবে, তৃণমূলের ওপর দোষ চাপাবে! বিজেপিকে নিশানা মমতার

সোনাচূড়া: দ্বিতীয় দফার নির্বাচন নিয়ে উত্তেজনার পারদ হয়তো সবচেয়ে বেশি তুঙ্গে। কারণ নন্দীগ্রামে মুখোমুখি শুভেন্দু অধিকারী এবং মমতা বন্দ্যোপাধ্যায়।  দ্বিতীয় দফার নির্বাচনের জন্য আজ অন্তিম পর্যায়ের প্রচার। শেষ লগ্নে তাই নির্বাচনী প্রচারের ঝাঁজ আরো বাড়িয়ে দিয়েছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সোনাচূড়ায় জনসভা করে বিজেপিকে আরো একবার বাংলা থেকে উৎখাত করার আওয়াজ তুললেন তিনি।

এদিন মমতা বললেন, বিহার এবং উত্তর প্রদেশ থেকে গুন্ডাদের নিয়ে আসছে বিজেপি কিন্তু কেউ যেন ভয় না পান। বিজেপি যদি টাকা দেয় তাহলে সেই টাকায় খেয়ে নিন এবং শাড়ি দিলে পর্দা বানিয়ে নিন, সাধারণ মানুষকে এমন পরামর্শ দিচ্ছেন মমতা। পাশাপাশি দাবি করছেন, তৃণমূল কংগ্রেসের কাছে খবর আছে যে বিজেপি ইচ্ছা করে নিজেদের মেয়েকে খুন করছে, তারপর তাদের ওপর দোষ চাপিয়ে দিচ্ছে। এর পাশাপাশি বিজেপি দাঙ্গা লাগানোর চেষ্টা করছে বাংলায় বলে আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আরো বলেন, বিহার এবং উত্তর প্রদেশ থেকে গুন্ডাদের কেন অনুমতি দেওয়া হচ্ছে সেই নিয়ে নির্বাচন কমিশনকে প্রশ্ন করছেন তিনি। কিন্তু একবার যখন মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে ঢুকেছেন তাহলে সেখান থেকে বেরোবেন না বলে আশ্বস্ত করেছেন সকলকে। মমতার কথায়, নন্দীগ্রাম থেকে বাংলা পর্যন্ত বিজেপিকে বোল্ড আউট করতে হবে। তিনি আরো বলেন, আগামী দিনে হলদিয়া সহ নন্দীগ্রামে অনেক চাকরি হবে। কমপক্ষে ৫০,০০০ চাকরি হবে বলে দাবি করেন তিনি। একইসঙ্গে সকলকে মাথা ঠান্ডা করে ভোট দেওয়ার আর্জি জানিয়েছেন নন্দীগ্রামের তৃণমূল কংগ্রেস প্রার্থী।

আরও পড়ুন- ‘দেশের জন্য বিপজ্জনক!’ মেহবুবা মুফতিকে দেওয়া হচ্ছে না পাসপোর্ট

এদিন মমতার আরো সংযোজন, পান্ডাদের অধিকার কিভাবে কাড়তে হয় সেটা বাংলার মানুষ খুব ভালো করে জানেন। তাই আগামী দুদিন মাথা ঠান্ডা করে ভোট দিতে হবে। বিজেপি যে ভোটের সময় অশান্তি বাঁধানোর চেষ্টা করছে এবং টাকা বিলি করে ভোট কেনার চেষ্টা করছে, এদিন এই অভিযোগ আবারও তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তিনি বলেন, বাইরে থেকে পুলিশ নিয়ে এসে অত্যাচার চালানো হচ্ছে বাংলায়, তবে কেউ যেন ভয় না পান কারণ ভোট হয়ে গেলে এরা সবাই পগার পার হয়ে যাবে, দাবি করে বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 − 6 =