‘যেদিন গরুর গাড়িতে হেডলাইট লাগবে, সেদিন মমতাপ্রধানমন্ত্রী হবেন’, কটাক্ষ শুভেন্দুর

‘যেদিন গরুর গাড়িতে হেডলাইট লাগবে, সেদিন মমতাপ্রধানমন্ত্রী হবেন’, কটাক্ষ শুভেন্দুর

8c5a2c7ed6324b4a1d391108403a152d

বারাসত: চব্বিশের লোকসভা নির্বাচনে কাদের দখলে থাকবে দেশ, কে হবেন প্রধানমন্ত্রী তা নিয়ে চলছে রাজনৈতিক জল্পনা। বিরোধী শক্তির মুখ হিসেবে উঠে আসছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম৷ এবার এই প্রসঙ্গেই চাঞ্চল্যকর মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা বিজেপির দাপুটে নেতা শুভেন্দু অধিকারী৷ বললেন, ‘‘যেদিন গরুর গাড়িতে হেডলাইট লাগবে, স্যান্ডো গেঞ্জির যেদিন বুক পকেট লাগবে সেদিন মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী হবেন!’’

শুধু মুখ্যমন্ত্রীর প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন নিয়েই নয়, বাংলাদেশ প্রসঙ্গেও এদিন বিস্ফোরক মন্তব্য করেছেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক৷ বাংলাদেশ প্রসঙ্গে শুভেন্দু বলেন, ‘‘বাংলায় সনাতনীরা বিপন্ন। সনাতনীদের কোনও ভাল অবস্থা বাংলায় নেই।’’ এরপরই বোমা ফাটিয়েছেন, ‘‘বাংলাদেশে যা হয়েছে তা শুধুই ট্রেলর৷ এখন থেকে সাবধান না হলে সিনেমা টা বাংলায় দেখবেন।’’

মঙ্গলবার সন্ধ্যায় খড়দহ বিধানসভায় উপ নির্বাচনে দলীয় প্রার্থী জয় সাহার সমর্থনে কল্যাণী হাইরোডের উপর ৫৬ নম্বর বাস স্ট্যান্ডের কাছে বিজেপির একটি পথসভা অনুষ্ঠিত হয়৷ ওই পথসভার মূল বক্তা হিসেবে প্রচারে আসেন রাজ্যের বিরোধী নেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী ছাড়াও এদিনের সভায় উপস্থিত ছিলেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং৷ সেখানেই একথা বলেন শুভেন্দু৷

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সোমবারই তীব্র কটাক্ষ করেছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার৷ খড়দহের একটি সভা থেকে তিনি বলেছিলেন, ‘‘পশ্চিমবঙ্গ স্পিড বেকার রাজ্য৷ সব উন্নয়ন এখানে এসে থেমে যায়৷ প্রধানমন্ত্রী আগেই সেকথা বলেছিলেন৷ আসলে ওরা আটকাবে৷ সব কিছুতেই আটকাবে৷ কারণ, এখানে প্রতি মিনিটে গণতন্ত্র ধর্ষিত হচ্ছে৷ আমরা বাংলার মানুষকে বলব, আপনারা দেখুন এরা কি করছে৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *