রাহুলের রায় নিয়ে খুশি মমতা, বললেন ‘বিচারবিভাগের জয়’

রাহুলের রায় নিয়ে খুশি মমতা, বললেন ‘বিচারবিভাগের জয়’

কলকাতা: ‘মোদী’ পদবি মামলায় সুপ্রিম কোর্ট থেকে আপাতত বিরাট স্বস্তি পেয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তাঁর দু’বছরের জেলের সাজার ওপর স্থগিতাদেশ দেওয়া হয়েছে। রাহুল গান্ধী ফিরে পেতে পারেন সাংসদ পদও। এই ইস্যু নিয়ে উচ্ছ্বসিত ‘ইন্ডিয়া’ জোট। ইতিমধ্যেই কংগ্রেসের তরফে এই বিষয় নিয়ে টুইট করা হয়েছে। আর টুইট করে রাহুল গান্ধীর মামলায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও। তিনি জানিয়েছেন, এটি বিচার বিভাগের জয়। 

২০১৯ সালে লোকসভা ভোটের আগে ‘মোদী’ পদবি তুলে আপত্তিকর মন্তব্য করেছিলেন রাহুল গান্ধী৷ এই ঘটনার প্রেক্ষিতে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়৷ সেই মামলায় দোষী সাব্যস্ত হয়েছিলেন তিনি এবং লোকসভার পদও খোয়ান। সাজা হিসেবে ২ বছর জেলযাত্রা হতে পারত। কিন্তু সুপ্রিম কোর্ট আজ অন্য রায় দিয়েছে। এই রায়ের পরেই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মাধ্যমে লিখেছেন, এটি বিচারবিভাগের জয়। এই জয় যে ‘ইন্ডিয়া’কে আরও জোটবদ্ধ হয়ে লড়াই করার শক্তি জোগাল। এ প্রসঙ্গে কংগ্রেস জানিয়েছে, সত্যের জয় হয়েছে। রাহুল গান্ধীর বিরুদ্ধে যে ষড়যন্ত্র করা হয়েছিল তা আজ ব্যর্থ হয়েছে। এছাড়া ‘ইন্ডিয়া’ জোটের শরিক সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব থেকে শুরু করে রাষ্ট্রীয় জনতা দল (আরডেজি) নেতা লালুপুত্র তেজস্বী যাদবও এই নিয়ে উচ্ছ্বসিত। 

২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে রাফাল দুর্নীতি নিয়ে সরব হয়েছিলেন কংগ্রেস সাংসদ। সেই সময় কর্নাটকে প্রচারে গিয়ে বিজেপি তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তীব্র আক্রমণ শানান তিনি। নীরব মোদী থেকে ললিত মোদী, কোটি কোটি টাকার দুর্নীতি নিয়েও মন্তব্য করেন তিনি। সেই সময় কটাক্ষের সুরে রাহুল বলেছিলেন, ‘‘কাকতালীয় ভাবে সব চোরেদের পদবী মোদী হয় কী করে?’’ রাহুলের এই মন্তব্যেই বিতর্কের ঝড় ওঠে৷   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 + 9 =