বানতলা লেদার কমপ্লেক্সে আরও দশ হাজার কোটি টাকা বিনিয়োগ, মুখ্যমন্ত্রীর বৈঠকে সিদ্ধান্ত

কলকাতা: বানতলা লেদার কমপ্লেক্সে আরও দশ হাজার কোটি টাকার বিনিয়োগ হতে চলেছে। এই বিপুল বিনিয়োগের সঙ্গে বাড়বে কর্মসংস্থানও৷  আড়াই লক্ষ নতুন কর্মসংস্থান তৈরি হবে বলে…

কলকাতা: বানতলা লেদার কমপ্লেক্সে আরও দশ হাজার কোটি টাকার বিনিয়োগ হতে চলেছে। এই বিপুল বিনিয়োগের সঙ্গে বাড়বে কর্মসংস্থানও৷  আড়াই লক্ষ নতুন কর্মসংস্থান তৈরি হবে বলে আশা করা হচ্ছে। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেদার কমপ্লেক্সের সর্বশেষ পরিস্থিতি নিয়ে পর্যালোচনা বৈঠক করেন৷ তার পরেই বিষয়টি জানান তাঁর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়৷

 

নয়া এই বিনিয়োগ প্রস্তাবের পাশপাশি আলিপুর জেল মিউজিয়ামের সামনে হিডকোর উদ্যোগেও তৈরি হচ্ছে একটি ‘মল’। যার ৫০ শতাংশ জায়গা জুড়েই সাজানো থাকবে বানতলা লেদার কমপ্লেক্সে উৎপাদিত চর্মজাত পণ্য। বাকি অংশে জায়গা করে নেনে বাংলার তাঁত, হস্ত ও কুঠির শিল্প৷ বলতে গেলে এই মল ‘শো-কেস বেঙ্গল’-এর ভূমিকা পালন করবে। আর্ন্তজাতিক বাণিজ্যে বাংলাকে তুলে ধরাই হবে এর অন্যতম লক্ষ্য।