জুনে পাড়ি বিলেতে, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে এসেছে আমন্ত্রণ, ভবাণীপুরে জানালেন মমতা

জুনে পাড়ি বিলেতে, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে এসেছে আমন্ত্রণ, ভবাণীপুরে জানালেন মমতা

mamata banerjee

কলকাতা: এই মুহূর্তে তিনি দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী৷ তাঁর কথা শুনতে চায় ইংল‌্যান্ডের শতাব্দীপ্রাচীন অক্সফোর্ড বিশ্ববিদ‌্যাল৷ সেখানে বক্তব‌্য রাখার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ‌্যায়কে। সোমবার নিজেই সে কথা সকলের সঙ্গে ভাগ করে নিলেন তিনি৷ সবকিছু ঠিক থাকলে আগামী জুন মাসে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা রাখবেন মুখ্যমন্ত্রী৷ কথা বলবেন ‘লন্ডন স্কুল অফ ইকনোমিক্স’-এর ছাত্রছাত্রীদের সঙ্গেও৷

যোগমায়া দেবী কলেজে পড়ার সময় হরিশ মুখার্জি রোডের কুণ্ডুপাড়ায় মন্মথনাথ বয়েজ অ‌্যান্ড গার্লস স্কুলে শিক্ষিকার কাজ করতেন মমতা বন্দ্যোপাধ্যায়। চারদশক আগে তিনি ছিলেন এই স্কুলের ইতিহাস-সংস্কৃত-ইংরেজির দিদিমণি৷ পুরনো জীর্ণ সেই স্কুলকে নতুনভাবে সাজিয়ে দিয়েছে তিনি৷ সোমবার সেই স্কুলের অনুষ্ঠানে গিয়েই এই সুখবর জানালেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে পুরনো স্মৃতিতে ডুব দিয়ে তিনি বলেন, এখানে ভালো ক্লাসরুম ছিল না। ইংরেজি শিক্ষকেরও অভাব ছিল। তখন স্কুলে পড়িয়ে মাসে ষাট টাকা বেতন পেতেন। এর পরেই মমতা বলেন, ‘‘এই স্মৃতি বিজড়িত জায়গায় দাঁড়িয়ে সবার সঙ্গে একটা খবর ভাগ করে নিতে চাই। গতকাল আমার কাছে ইংল‌্যান্ডের অক্সফোর্ড বিশ্ববিদ‌্যালয় থেকে নিমন্ত্রণ এসেছে। তারা আমাকে বক্তৃতা দেওয়ার জন্য ডেকেছে। আমি যাব বলেই ঠিক করেছি৷ এটা বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠান। আমি সেই অনুষ্ঠান উপেক্ষা করতে পারি না।’’ শেষ তাঁর সংযোজন, ‘‘নাসা থেকে ভাষা, বাংলা ছাড়া চলে না।’ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven − 2 =