কেউ কেউ এদিক-ওদিক দৌড়ে বেড়াচ্ছে, ভোটের পরে দেখে নেব! হুঁশিয়ারি মমতার

কেউ কেউ এদিক-ওদিক দৌড়ে বেড়াচ্ছে, ভোটের পরে দেখে নেব! হুঁশিয়ারি মমতার

4e3fdabeda0df64013a936cade6d437e

আলিপুরদুয়ার: দলবদল পরিস্থিতির মাঝে দলত্যাগীদের বিরুদ্ধে ফের কড়া ভাষায় আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে কর্মী সভায় বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল সুপ্রিমো বলেন, যারা লোভী এবং ভোগী তারাই দল ছেড়ে যাচ্ছেন। তবে প্রকৃত তৃণমূল কংগ্রেস কর্মী যারা তারা ভোগী নন, তারা কোনদিন দল ছাড়বেন না। এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে দলত্যাগীদের কার্যত হুঁশিয়ারি দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, বিধানসভা ভোটের পর দেখে নেবেন তিনি।

এ দিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, তিনি জানেন যে কেউ কেউ এদিক-ওদিক দৌড়ে বেড়াচ্ছে। যারা দুর্নীতি করছে তারা পালিয়ে যাবে এটা স্বাভাবিক। তিনি জানেন কে কি করছে, সবাইকে বিধানসভা ভোটের পর দেখে নেবেন তিনি বলে হুশিয়ারি দিলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো। ‌ মমতার কথায়, তিনি নিশ্চিত বিজেপি বাংলার নির্বাচনে একটাও আসন পাবে না। তিনি মনে করিয়ে দেন যে তাঁর এবং তাঁর দলের একটাই লক্ষ্য, বাংলা থেকে বিজেপিকে তাড়ানো। একই সঙ্গে প্রতিশ্রুতির প্রসঙ্গে কথা বলতে গিয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে এক হাত নিয়ে বলেছেন, বিজেপি শুধু বড় বড় কথা বলে কিন্তু কাজের কাজ কিছুই করে না। সোনার বাংলা গড়ার প্রতিশ্রুতি দিচ্ছে কিন্তু বাংলার মানুষ সোনার বাংলা নয়, খাদ্য, বস্ত্র, বাসস্থান চায়। একই সঙ্গে বিজেপিকে এক হাত নিয়ে তিনি মন্তব্য করেন, ভারতীয় জনতা পার্টি লোভে এবং ভোগে ভরে গেছে। তবে তৃণমূল কংগ্রেস সাংসদ এবং বিধায়কদের টাকা দিয়ে কেনা যায় না বলে এ দিন দাবি করেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো।

বিধানসভা নির্বাচনের কয়েক সপ্তাহ আগেই অস্বাভাবিক চাপ সৃষ্টি হয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেসের জন্য। শুভেন্দু অধিকারী থেকে শুরু করে রাজীব বন্দ্যোপাধ্যায় সহ একাধিক ঘাসফুল বিধায়ক, নেতা এবং সদস্য ইতিমধ্যেই দল ছেড়ে বিজেপি শিবিরে যোগ দিয়েছে। দলবদল আবহে রাজ্যের শাসক দলে যে সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে তা অস্বীকার করা যায় না। কিন্তু এই পরিস্থিতিতেও বিরোধী পক্ষকে এক ইঞ্চি জমি ছাড়তে রাজি নন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *