তৃণমূলের টিকিট বিক্রি হয় না, দলে শৃঙ্খলাবদ্ধ হয়ে থাকতে হবে! পেপটক মমতার

তৃণমূলের টিকিট বিক্রি হয় না, দলে শৃঙ্খলাবদ্ধ হয়ে থাকতে হবে! পেপটক মমতার

আলিপুরদুয়ার: বিধানসভা নির্বাচনের কয়েক সপ্তাহ আগেই অস্বাভাবিক চাপ সৃষ্টি হয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেসের জন্য। শুভেন্দু অধিকারী থেকে শুরু করে রাজীব বন্দ্যোপাধ্যায় সহ একাধিক ঘাসফুল বিধায়ক, নেতা এবং সদস্য ইতিমধ্যেই দল ছেড়ে বিজেপি শিবিরে যোগ দিয়েছে। দলবদল আবহে রাজ্যের শাসক দলে যে সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে তা অস্বীকার করা যায় না। কিন্তু এই পরিস্থিতিতেও বিরোধী পক্ষকে এক ইঞ্চি জমি ছাড়তে রাজি নন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। দলবদলুদের একদিকে যেমন একহাত নিচ্ছেন তিনি, অন্যদিকে দলে থাকতে গেলে কিভাবে থাকতে হবে তার কথাও মনে করিয়ে দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এ দিন আলিপুরদুয়ারের জনসভায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, যারা লোভী এবং ভোগী রয়েছেন তাদের জন্য রাস্তা খোলা আছে, তারা চাইলে চলে যেতে পারেন। তৃণমূল কংগ্রেসে থাকতে গেলে শৃঙ্খলাবদ্ধ হয়ে থাকতে হবে। তা না হলে চলে যেতে হবে। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মনে করিয়ে দিলেন যে, তৃণমূল কংগ্রেসের টিকিট বিক্রি হয় না। তৃণমূল কংগ্রেসের টিকিট পেতে লবি করতে হয় না। একই সঙ্গে বিজেপিকে এক হাত নিয়ে তিনি মন্তব্য করেন, ভারতীয় জনতা পার্টি লোভে এবং ভোগে ভরে গেছে। তবে তৃণমূল কংগ্রেস সাংসদ এবং বিধায়কদের টাকা দিয়ে কেনা যায় না বলে এ দিন দাবি করেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো। এর আগেও দলবদল করা সদস্যদের প্রসঙ্গে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন যে তিনি তাদের এমনিতেও টিকিট দিতেন না। পাশাপাশি তাদের চোর-ডাকাত বলেও কটাক্ষ করেছিলেন। য

মূলত তৃণমূল কংগ্রেস থেকে যারা বিগত কয়েক সপ্তাহের মধ্যে বিজেপি শিবিরে নাম লিখিয়েছে তাদের উদ্দেশ্যে মমতা এর আগেও খোঁচা দিয়ে বলেছিলেন, কয়েকটা চোর-ডাকাত হঠাৎ প্রচুর টাকা করে ফেলেছিল এবং সেই টাকা রক্ষার জন্যই বিজেপিতে গেছে। মমতার কথায়, বিজেপি হল ওয়াশিং মেশিন যেখানে কালো টাকা ঢোকালে সাদা হয়ে বেরিয়ে আসে। যদিও তিনি রাজ্যবাসীকে আশ্বাস দিয়ে বলেছেন, যারা চলে গিয়েছে তাদের তিনি এমনিতেও টিকিট দিতেন না। যারা ভালো কাজ করেছে তারাই টিকিট পাবে, অন্যরা টিকিট পেত না কারণ তারা কোনো কাজ করেনি। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 + sixteen =