চব্বিশে মানুষের বৃষ্টিতে ভেসে যাবে বিজেপি, একহাত মমতার

চব্বিশে মানুষের বৃষ্টিতে ভেসে যাবে বিজেপি, একহাত মমতার

কলকাতা: বৃষ্টি মাথায় নিয়েই ধর্মতলায় শহিদ দিবস পালন করছে তৃণমূল৷ মঞ্চে উঠেই সিপিএম-বিজেপি’কে একহাত নিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তিনি বলেন,  ‘‘বৃষ্টি দেখে বিজেপি, সিপিএম হেসেছিল। ভেবেছিল তৃণমূলের মিটিংই শেষ হয়ে গেল!’’ তাঁর হুঙ্কার, চব্বিশে মানুষের বৃষ্টিতে ভেসে যাবে বিজেপি৷’’ 

আরও পড়ুন- ‘বিজেপির মেরুদণ্ড বাঁকা’, মঞ্চে উঠেই নিশানা মমতার

এদিন শহিদ মঞ্চ থেকে বিজেপি’কে খোঁচা দিয়ে মমতা আরও বলেন, বিজেপির মেরুদণ্ড বাঁকা, তৃণমূল কংগ্রেসের সোজা ছিল, থাকবে। বিজেপির মেরুদণ্ডে একদিকে ইডি, একদিকে সিবিআই, অন্যদিকে আয়কর, আরেক দিকে জিএসটি। কিন্তু তৃণমূল মাথা উঁচু করে চলে। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে ওঠার আগে বেশ কয়েক মিনিট ব্যাপক বৃষ্টি হয়। কিন্তু জনসমুদ্র থেকে কেউ সরে যাননি। মমতা সেই ইস্যুর প্রশংসা করে বলেন, আজকে যেভাবে বৃষ্টি হয়েছে তাতে তৃণমূলের কোনও কর্মীকে নড়াতে পারেনি। কিন্তু ২০২৪ সালে এই রকম বৃষ্টিই বিজেপিকে ভাসিয়ে নিয়ে চলে যাবে।