কলকাতা: ৭৭তম স্বাধীনতা দিবস উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্তে অনুষ্ঠান চলছে। সাধারণ মানুষ তেরঙ্গা পতাকা উত্তোলন করে উদযাপন করছেন এই দিনটিকে। নয়াদিল্লীর লালকেল্লায় সকালেই পতাকা উত্তোলন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পশ্চিমবঙ্গের রেড রোডেও পতাকা উত্তোলিত হল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে। এদিন এই অনুষ্ঠানে তিনি ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী সহ একাধিক নেতা, মন্ত্রীরা।
আজ এই পতাকা উত্তোলনের আগে পুষ্পবৃষ্টি করে রাজ্য পুলিশের বিশেষ হেলিকপ্টার। পতাকা উত্তোলনের পর কৃতীদের হাতে পদক তুলে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে অবশ্য সকালেই রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা উদ্ধৃত করে দেশবাসীকে স্বাধীনতার বার্তা দেন তিনি। এই অনুষ্ঠান থেকেই ১১ জন সরকারি আধিকারিককে বিশেষ পদক প্রদান করা হয়। এই প্রথম আধিকারিকদের পুরস্কার প্রদান করা হল। মঙ্গলবার সকালেই টুইট করেন মুখ্যমন্ত্রী। লেখেন, ‘নিজ হস্তে নির্দয় আঘাত করি, পিতঃ, ভারতেরে সেই স্বর্গে করো জাগরিত। আমার সমস্ত মা, ভাই, বোনকে ৭৭তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।’ স্বাধীনতার দিন উদযাপনে রাজ্যজুড়েই উৎসবের মেজাজ।