মানিকতলার উপনির্বাচনে চমক, মেয় নয়, মাকে প্রার্থী বাছলেন মমতা, স্পষ্ট নবান্নের বৈঠকে

কলকাতা: লোকসভা নির্বাচন মিটেছে৷ আগামী ১০ জুলাই মানিকতলা বিধানসভায় উপনির্বাচন। প্রয়াত বিধায়ক সাধন পাণ্ডের বিধানসভায় এবার কাকে প্রার্থী করবে তৃণমূল? এ নিয়ে চর্চার অন্ত ছিল…

কলকাতা: লোকসভা নির্বাচন মিটেছে৷ আগামী ১০ জুলাই মানিকতলা বিধানসভায় উপনির্বাচন। প্রয়াত বিধায়ক সাধন পাণ্ডের বিধানসভায় এবার কাকে প্রার্থী করবে তৃণমূল? এ নিয়ে চর্চার অন্ত ছিল না৷  প্রাথমিকভাবে গুঞ্জন ছিল, এই কেন্দ্রে প্রার্থী করা হবে সাধন-কন্যা শ্রেয়া পাণ্ডেকে৷ তবে চমক দিয়ে  প্রয়াত নেতা সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি পাণ্ডেকেই মানিকতলা বিধানসভার উপনির্বাচনে প্রার্থী বাছলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

 

মানিকতলা বিধানসভা উপনির্বাচনের জন্য সোমবারই কোর কমিটি গঠন করে দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এই কমিটিতে রয়েছেন কুণাল ঘোষ, অতীন ঘোষ, পরেশ পাল ও স্বপন সমাদ্দার৷ গতকালই এক প্রস্থ বৈঠক হয়েছে৷ মঙ্গলবারও দ্বিতীয় দফার বৈঠক করেন কুণাল-অতীনরা। এছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন কাউন্সিলরা৷ ছিলেন প্রয়াত বিধায়ক সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তিও। কাকে উপভোটের প্রার্থী করা হবে তা নিয়েই আলোচনা চলে। সূত্রের খবর, নবান্নের বৈঠকেই তৃণমূলনেত্রী বুঝিয়ে দিয়েছেন, আগামী ১০ জুলাই অনুষ্ঠিতব্য মানিকতলা উপনির্বাচনে সাধন-জায়া সুপ্তিকেই প্রার্থী করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *