শর্তসাপেক্ষে খুলছে হোটেল-রেস্তোরাঁ, বাড়ল দোকান খোলার সময়

শর্তসাপেক্ষে খুলছে হোটেল-রেস্তোরাঁ, বাড়ল দোকান খোলার সময়

কলকাতা: করোনা পরিস্থিতিতে রাজ্য জুড়ে চলছে কার্যত লকডাউন৷ এরই মধ্যে বৃহস্পতিবার নবান্নে বণিক সভার বৈঠক থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন, করোনা বিধি মেনে খোলা যেতে পারে হোটেল, রেস্তোরাঁ৷ তিনি জানান, মিষ্টির দোকান সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকছে৷ কোভিড বিধি মেনে খোলা যেতে পারে রেস্তোরাঁও৷ 

আরও পড়ুন- কত দায়িত্ব নেবে সরকার? শ্রমিকদের টিকাকরণের ব্যবস্থা করুক সংগঠনগুলি: মমতা

মুখ্যমন্ত্রী বলেন, বিকেল ৫টা থেকে ৮টা পর্যন্ত রেস্তোরাঁ খোলা যেতে পারে৷ সেক্ষত্রে কর্মীদের আগে টিকাকরণ করতে হবে৷ তবে হোটেল, রেস্তোরাঁর কাজ অনলাইনে বেশি করে চালানোর পক্ষেই বেশি জোড় দেন তিনি৷ পাশাপাশি জানান, ৫০ শতাংশ কর্মী নিয়ে রেস্তোরাঁ খুলতে হবে৷ তিনি বলেন, অর্থনীতির দিকটি বিবেচনা করে রাজ্য সরকার সম্পূর্ণ লকডাউন করেনি৷ কার্ফুও জারি করা হয়নি৷ দোকান-বাজার নির্দিষ্ট সময়ের জন্য খোলা রয়েছে৷ তবে রাজ্যের প্রতিটি বাজার নিয়ম করে স্যানিটাইজ করতে হবে৷ 

পাশাপাশি ১৫ জুন থেকে শপিং মলগুলি খোলা যায় কিনা, সে বিষয়েও চিন্তা ভাবনা করছে রাজ্য সরকার৷ তবে মলে যাতে ভিড় না হয়, সে দিকেও বিশেষ নজর রাখা হবে৷ অন্যদিকে, এতদিন বেলা ১২টা থেকে দুপুর ৩টে পর্যন্ত দোকান খোলার অনুমতি দেওয়া হয়েছিল৷ সেই সময় ১ ঘণ্টা বাড়িয়ে ৪টে করা হল৷   
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen − one =