কলকাতা: স্কচ চিফ মিনিস্টার অফ দা ইয়ার শিরোপায় ভূষিত হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে সুপ্রশাসন পরিচালনা, সংস্কৃতি, অর্থ, শহরাঞ্চল ও গ্রামীণ এলাকার উন্নয়নে রাজ্য সরকারের কাজের ভিত্তিতে এই পুরস্কার দেওয়া হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু, সুরেশ প্রভুকে সম্মান জানানো হয়েছে। স্কচ গ্রুপ জানিয়েছে, সুপ্রশাসন পরিচালনার শিখরে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন ক্ষেত্রে সঠিক ভাবে কাজ করার জন্য ৩১টি স্কচ অ্যাওয়ার্ড ঝুলিতে ভরেছে এরাজ্য। স্কচের দেওয়া তথ্য অনুযায়ী, ১০০ দিনের প্রকল্পে সর্বোচ্চ কাজ দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। ওই প্রকল্পে সব থেকে বেশি পরিমাণে টাকা খরচ করা হয়েছে সেখানে। পাশাপাশি এরাজ্য কৃষিক্ষেত্রে কাজের জন্য পাঁচটি পুরস্কার জিতেছে। এর আগেও কন্যাশ্রী প্রকল্পের জন্য রাষ্ট্রসংঘ থেকে পুরস্কার জেতে রাজ্য সরকার। উল্লেখ্য, ভারতের লিডিং থিঙ্ক ট্যাংক হল স্কচ গ্রুপ। ১৯৯৭ সাল থেকে এই সংস্থা আর্থ সামাজিক ক্ষেত্রে আভ্যন্তরীণ বৃদ্ধির পরিসংখ্যান নিয়ে কাজ করে।
দেশের সেরা মুখ্যমন্ত্রীর পুরস্কার পেলেন মমতা বন্দ্যোপাধ্যায়
কলকাতা: স্কচ চিফ মিনিস্টার অফ দা ইয়ার শিরোপায় ভূষিত হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে সুপ্রশাসন পরিচালনা, সংস্কৃতি, অর্থ, শহরাঞ্চল ও গ্রামীণ এলাকার উন্নয়নে রাজ্য সরকারের কাজের ভিত্তিতে এই পুরস্কার দেওয়া হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু, সুরেশ প্রভুকে সম্মান জানানো হয়েছে। স্কচ গ্রুপ জানিয়েছে, সুপ্রশাসন পরিচালনার শিখরে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন ক্ষেত্রে সঠিক