আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রণ মমতাকে! রোম যাবেন মুখ্যমন্ত্রী

আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রণ মমতাকে! রোম যাবেন মুখ্যমন্ত্রী

কলকাতা: সমাজসেবায় তাঁর অবদান রয়েছে যথেষ্ট। এই প্রসঙ্গ উল্লেখ করে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে রোমে একটি আন্তর্জাতিক সম্মেলনে যোগদানের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। আমন্ত্রণ জানিয়েছে রোমের একটি সংগঠন। জানা গিয়েছে, সব ঠিক থাকলে আগামী অক্টোবর মাসেই রোম যেতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। যে অনুষ্ঠানে তিনি যোগ দিতে যাবেন সেখানে উপস্থিত থাকার কথা পোপ ও জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মর্কেলেরও। তাঁদেরও আমন্ত্রণ জানান হয়েছে। আগামী ৬ অক্টোবর রোমে ২ দিনের এই আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে। 

আয়োজক সংস্থার তরফে মুখ্যমন্ত্রীকে যে আমন্ত্রণ পত্র পাঠানো হয়েছে তাতে লেখা রয়েছে, গত এক দশকে দেশের শান্তি, সামাজিক ন্যায় এবং উন্নয়নে অবদান রেখে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই প্রেক্ষিতেই আগামী ৭ এবং ৮ অক্টোবর ইটালির রাজধানী রোমে ‘পিপলস অ্যাজ ব্রাদার্স, ফিউচার আর্থ’ শীর্ষক ওই আন্তর্জাতিক সম্মেলনে যোগ দেওয়ার জন্য তাঁকে আমন্ত্রণ জানান হয়েছে। পাশাপাশি পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিপুল জয়ের জন্য মমতাকে শুভেচ্ছাও জানিয়েছে ওই সংস্থা। উল্লেখ্য, ২০১৬ সালে ভ্যাটিকান সিটিতে মাদার টেরিজাকে সন্ত সম্মান প্রদান অনুষ্ঠানে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আবার, ২০১৮ সালে ইটালির ভারতীয় দূতাবাস ও বণিকসভার সহযোগিতায় মিলানে আয়োজিত শিল্প সম্মেলনেও যোগ দিয়েছিলেন তিনি। এবার ফের আন্তর্জাতিক সম্মেলনে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ পেলেন বাংলার মুখ্যমন্ত্রী। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × two =