‘বাংলাকে কেউ যেন থামাতে না পারে’, মমতার মুখে ‘জয় ইন্ডিয়া’ স্লোগান

‘বাংলাকে কেউ যেন থামাতে না পারে’, মমতার মুখে ‘জয় ইন্ডিয়া’ স্লোগান

cm-announces-salary-hike-for-bengal-anganwadi-workers

কলকাতা: রাজ্য সরকারের যে প্রকল্পগুলি আছে তার মধ্যে সবথেকে চর্চিত এবং প্রশংসিত হল ‘কন্যাশ্রী’। আর আজ ছিল কন্যাশ্রী দিবস। সেই নিয়ে বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মঞ্চ থেকে তিনি যেমন এই প্রকল্পের খ্যাতি বর্ণনা করেন, ভূয়সী প্রশংসা করেন, ঠিক তেমনই তাঁর মুখে ‘জয় ইন্ডিয়া’ স্লোগান শুনতে পাওয়া যায়। আসলে রাজ্যের একতা যাতে কেউ ভাঙতে না পারে, সেই বার্তা দিতেই এমন স্লোগান দিয়েছেন তিনি। 

কন্যাশ্রী দিবসের অনুষ্ঠানের মঞ্চ থেকে মমতা বলেন, বাংলার সংস্কৃতি, বাংলার মেধা, কেউ যেন থামাতে না পারে। বাংলাকে কেউ যেন চমকাতে না পারে, এটা খেয়াল রাখতে হবে। একই সঙ্গে তিনি এও বলেন, এখনও অবধি বিশ্বের দরবারে কন্যাশ্রী প্রকল্প ভূয়সী প্রশংসা পেয়েছে যা নিয়ে তিনি গর্বিত। মমতা এও জানান, কন্যাশ্রী গানের লেখা ও সুর দুটোই তাঁর। প্রসঙ্গত, এদিনের অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের কন্যাশ্রীরা উপস্থিত ছিল। প্রত্যেক পড়ুয়াকে নিজের মতো করেই উৎসাহ দিয়েছেন তিনি। বিশ্বসেরা হিসাবে বিশ্বের মানচিত্রে যে তারা রাজ্যকে তুলে ধরবে সেই বিশ্বাস রাখেন তিনি, এমনটাও জানান মমতা বন্দ্যোপাধ্যায়। 

মুখ্যমন্ত্রী তাঁর ভাষণের একেবারে শেষপর্বে সকলকে ধন্যবাদ জানাতে গিয়েই ‘জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা’ স্লোগান দেন। তবে তার সঙ্গে যে স্লোগান যোগ করেছেন তা হল ‘জয় ইন্ডিয়া’। আসলে বিজেপি বিরোধী জোটের নতুন নাম হয়েছে ‘ইন্ডিয়া’। দেশকে একজোট করতে এবং বিজেপিকে ক্ষমতা থেকে সরানোই এই জোটের মূল লক্ষ্য। তাই বাংলার একতার কথা বলতে গিয়ে ‘ইন্ডিয়া’ প্রসঙ্গ আনলেন তিনি। এমনটাই মনে করছে বিশেষজ্ঞরা। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × one =