পুরুলিয়া: ফের একবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় উঠলো বেতন বৃদ্ধির দাবি। তবে এবার প্রচন্ড রেগে গেলেন তৃণমূল সুপ্রিমো। এমনকি অ্যাকশন নেওয়ার হুঁশিয়ারি পর্যন্ত দিলেন। পুরুলিয়ার জনসভায় এমন ঘটনার সাক্ষী থাকলো বঙ্গবাসী। বেতন বৃদ্ধির দাবি নিয়ে যারা এসেছেন তাদের উদ্দেশ্যে মমতা বলেন, হয়তো কেউ শিখিয়ে পাঠিয়ে দিচ্ছে এদের।
এদিন পুরুলিয়ার জনসভায় বক্তৃতা দেওয়ার সময় কয়েকজন ফের বেতন বৃদ্ধির দাবি তুলে তৃণমূল সুপ্রিমোকে বার্তা দিতে চায়। সেই প্রসঙ্গে মমতা প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে বলেন, “বসুন তো বসুন। প্রতি জায়গায় চলে আসে দু’চারজন করে। বক্তব্য থাকলে লিখে আনবেন, সভায় গন্ডগোল করবেন না। এখানে বললে একটিও কাজ করবো না। দেওয়ার একটা সিস্টেম আছে, চিঠি লিখে পাঠিয়ে দিন।” না খেলে মমতা আরো বলেন, “মিটিং নষ্ট করার অধিকার কে দিয়েছে। যতই দাও ততই চায়, পোষায় আর না। এবার কিন্তু মিটিংয়ে ডিস্টার্ব করলে অ্যাকশন নেব”। পাশাপাশি মমতা রেগে গিয়ে এও বলেন, অন্য কারোর মিটিংয়ে এরকম করতে পারতো না। এদের বিজেপি শিখিয়ে সব পাঠাচ্ছে। প্রত্যেকটা মিটিং এরকম করছে। এ প্রসঙ্গে তিনিও হুঁশিয়ারি দেন, তিনিও বিজেপি বা সিপিএমের মিছিলে লোক পাঠিয়ে দেবেন, চালাকি বুঝিয়ে দেবেন।
যদিও ক্ষুব্দ হবার পর মমতা জানতে চান যারা বিক্ষোভ দেখাচ্ছেন তারা কারা। প্রশ্ন করেন তারা কি আইসিডিএস না এসএলও। যদিও তাদের মমতা বার্তা দেন, এইভাবে সভায় এসে থাকে যেন চাপ না দেওয়া হয়। যদিও পরক্ষণেই যাদের ‘বকেছিলেন’, তাদের কাছে কার্যত ক্ষমা চেয়ে নেন তৃণমূল সুপ্রিমো। এমনকি তাদের দাবি প্রসঙ্গে বড় আশ্বাস দেন তিনি। তাদের দাবি পুরো শোনার পর তিনি স্পষ্ট জানিয়ে দেন, তারা যে মাস মাইনে দাবি করছে সেটা সম্ভব না কারণ তাদের মাস মাইনের চাকরি নয়। তাদের ইন্সেন্টিভ হয়। সেই প্রেক্ষিতে সেটা ১,৫০০ টাকা থেকে ৩,০০০ টাকা করে দেওয়া হয়েছে।